----------------------------------------------------------------------------------
.
.
.
.
ইচ্ছে করছে তোমার হতে। আমার দুই হাত স্ট্যন্ড বানিয়ে তোমার চিবুক তার উপর বসিয়ে তোমার বাব্বুওয়ালা চেহারাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে পলক ফেলতে ভূলে যেতে ইচ্ছে হয়।ইচ্ছে হয় তোমার নির্দোষ কথামালার ভীরে হারিয়ে যাই। তোমার ভালবাসার গভীরতায় ডুবে থাকি অষ্ট প্রহর।কবিতা হতে ইচ্ছে হয়। ভালবাসার কবিতা। কিন্তু নিজেকে নিঃশেষ করে দিয়েও যে বর্ণমালা পাই তা দিয়ে তোমার জন্য একটা শব্দও লিখতে পারা যাবে না।আমি কিভাবে তোমার জন্য কবিতা হবো? আজ প্রহরী তারার সাথে গল্পে মজেছিলাম। তারার আলোয় আজ তোমার জন্য আমার ঠোঁটে স্বপ্ন বুনেছি। অনেক বেশি ভালবাসার ঘনত্বে ছোট্ট একটা নরম স্বপ্ন। তুমি স্বপ্ন ছোঁবে না? মোটকা করে ঠোঁটে লিপজেল দিয়েছি যাতে ঠোঁট শুকিয়ে না যায়; পাছে স্বপ্ন উড়ে যায়! তুমি আজ স্বপ্ন দেখবে তো? ভেজা ভেজা? তোমার স্বপ্নের ছায়ায় আমি ঘুমাবো। তোমার গাঢ় হাসিতে আমার ঘুম ভাঙবে। ঘুম ভেঙে তোমার নেশাতুর চাহনিতে মাতাল হবো। আমার চোখে আজ আকাশ এঁকেছি। তুমি আকাশ দেখে নিও আজ আমার চোখে। জানলা দিয়ে তোমাকে আর কষ্ট করে আকাশ দেখতে হবে না। তোমার জন্য আকাশটাকে আমার চোখে বন্দী করেছি। আচ্ছা আমার ফুসফুসটাতে শুয়ে থাকতে তোমার কষ্ট হচ্ছে না তো! কষ্ট হচ্ছেনাতো আমার অক্সিজেনে নিঃশ্বাস নিতে। তোমার জন্য রাস্তায় চলতে ভয় হয়। যা কালো ধোঁয়া, শেষে না আবার হৃদপিন্ডটাই অকেজো হয়ে যায়! তোমার জন্য যেন নিজেকে নিয়ে আরো একবার ভাবি। শুধু তোমার জন্য নিজেকে খুব বেশি মূল্যবান মনে হয়। তোমাকে বুকে করে রাখবার জন্যই ইচ্ছে করে বাঁচবার জন্য বিধাতার কাছ থেকে আরো একটা দিন চেয়ে নিই। আমার ভালবাসার বাবুতারা, তোমায় অনেক ভালবাসি!!!
----------------------------------------------------------------------------------
এই হল আমার শশীর দেয়া চিঠ্ঠি
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





