Bangladesh: A battle for its secular soul
Click This Link
দিন যতই যাচ্ছে ততই ভারত সরকার ও তাদের এলিট যারা দেশটির নীতি নির্ধারকদের শাহবাগ তথা গণজাগরণ মঞ্চ নিয়ে মড়িয়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। মূলত তাদের লক্ষ্য যুদ্ধাপরাধের বিচার ও জামাতকে নিষিদ্ধ করা হলেও ভারতীয় সরকার ও প্রভাবশালীরা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠাকেই বড় করে দেখছে। তাদের ভাবখানা হল যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা না হলে এর বড় ক্ষতি হয়ে যাবে। এর মাধ্যমে তারা প্রমাণ করল যে মুখে মুখে শুধু গণতন্ত্র কিন্তু কাগজে কলমে ব্রাম্মণবাদী আধিপত্যের ভাবনা। বাংলাদেশে পূর্ণ ধর্মনিরপেক্ষ হবে না ৫ম সংশোধনী পুনঃপ্রতিষ্ঠা হবে সেটা এই দেশের সিংহভাগ জনগণ ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা করবে। খোদ আলীগকেও ২০০৮ এর নির্বাচনে "আল্লাহ সর্বশক্তিমান" লিখতে হয়েছিল। তারপরেও ভারতীয় গুপ্তচর সংস্থার সাবেক প্রধান বিক্রম সুদের এই নিয়ে এত মড়িয়া কেন? কারণ ঘুরে ফিরে ঐ একই বিষয় যে ভারত ১৯৪৭ এর বিভাজন আজ পর্যন্ত আন্তরিক ভাবে মেনে নিতে পারেনি। ১৯৭১এও আমাদের নিজ স্বার্থে মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল মোটেও মহৎ উদ্দেশ্যে নয়। তাদের উদ্দেশ্য হয় এই পূর্ববঙ্গ ভারতে মিশে যাবে নতুবা সারা জীবন গোলামী করে যাবে। কিন্তু ৭ই নভেম্বর ১৯৭৫ তাদের এই আশায় ব্যাঘাত ঘটে। এই দেশের ৯০% জনগণ তাদের ধর্ম ইসলাম এবং তারা মুসলমান এটা রাষ্ট্রীয় সংবিধানে ফুটে উঠে। ফলে ভারত একটি আলাদা রাষ্ট্র এটা দেশে বিদেশে আরো স্পষ্ট হয়ে উঠে। এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের চেতনাকে দিল্লীতো দূর আওয়ামী-বাকশালী গং ও তার সমমনা সুশীল গং মেনে নিতে পারেনি। তাই তারা এটাকে পাকিস্তানী কায়দা ও জঙ্গীবাদের ধূয়া তুলে। কথায় কথায় জামাতিও বলে। ভাবখানা এমন যে ইসলাম হইল জামাত ও পাকিস্তানের বাপের সম্পত্তি। এখন যখন বিগত ৪ বছরেরও বেশী হাসিনার র্দূনীতি, অপশাসন ও ভারত তোষণে জনপ্রিয়তা কম তাই গণজাগরণের উছিলায় তত্ত্বাবধায়ক সরকারের দাবীকে সম্পূর্ণ রুপে উপেক্ষা করতে চাইছে আওয়ামী-বাকশালী গং! বাংলাদেশে সীমাহীন র্দূনীতি নিয়ে ভারতীয়দের কোন মাথা ব্যাথা নেই। তাদের লক্ষ্য হল কিভাবে হাসিনা ও তার আলীগকে পুনরায় ক্ষমতায় এনে বিনামূল্যে করিডোর ও সুমুদ্র বন্দর সহ সেভেন সিষ্টার্সে সামরিক সুবিধা নেওয়া যায়। এই কারণেই ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে বাকশালী কায়দাকে সমর্থন দিচ্ছে। নিজেদের কৃত্রিম সৃষ্ট জেএমবিকে লেলিয়ে দিয়ে তারাই আবার সাফাই গায় যে বিএনপি-জামাত জেএমবি সৃষ্টি করছে;
Click This Link
৭ বছরেরও বেশী সময় ধরে ভারতের পশ্চিমবঙ্গের মালদাহে জেএমবির বোমা, অস্ত্রের গোডাউন থাকলেও তারা জানত না, এটা কোন শিশু শ্রেণীর ছাত্রও বিশ্বাস করবে না। ভারত সরকার ও এর "র" কৃত্রিম জঙ্গীবাদের মিথ্যা ধূয়া তুলে এই দেশের ইসলামী মূল্যবোধ ও মুসলিম পরিচয়কে দূর্বল করাই এদের লক্ষ্য। মন্ত্রী আশরাফ, নাহিদ, দিপু মণি ও শফিক গংদের এই দেশকে ধর্মনিরপেক্ষ বলে দাবী করা বিক্রম সুদদের সাথে একই সুতায় গাথা। খোদ ভারতে যেখানে ১৯৯২ বাবরী মসজিদ ধ্বংস ও বোম্বেতে মুসলিম গণহত্যা, ২০০২ গুজরাটে মুসলিম নিধন এবং ২০০৮এ উড়িষ্যায় খ্রীষ্টানদের হত্যায় মূল হোতাদের বিচার বা গ্রেফতার না করলেও বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা নিয়ে তাদের এই অস্থিরতা দেখে বলতেই হয় "আপন লাভ পাগলেও বুঝে"!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



