এই এক কিলোতে প্রথম পা রাখলাম ২০০১ সালে। ধূ-ধূ ১টা পথ, খোলস ছাড়া। দুই পাশে গাছ-ছোট থেকে মাঝারি;প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে রোদ ঠেকাবার। কিলো পথের একপাশে পিচ ঢালা, অন্য পাশে ঘাস। কেন যেন পথটাতে পা রাখার পরেই অবচেতন মন বলে দিল-'এই পথ তোমাকে কিনে নিয়েছে'। আমি মন্ত্রমুগ্ধের মত হেঁটে যাচ্ছিলাম এক কিলো ধরে। চোখে ভাসছিল মাঝারি আর ছোট গাছ গুলোর মহীরূহ হয়ে ওঠার দৃশ্য। হয়তো এ স্বপ্নেই বাবা-মা কে বলেছিলাম, প্রাচ্যের অক্সফোর্ডে পড়বনা, শাবিপ্রবিতে পড়ব।
বাবা বলেছিলেনঃ হুমম।
শাবিপ্রবিতে ভর্তি হবার পর এই এক কিলোই হয়ে উঠেছিল আমার প্রাণের সঙ্গী। কারণে অকারণে হাঁটা, বৃষ্টিতে ভেজা, কিংবা হঠাৎ দল বেঁধে দৌড় প্রতিযোগিতা...সংগঠনের রিহার্সাল শেষে দল বেঁধে গান গাইতে গাইতে পায়ে হেঁটে মেসে ফেরা...সবকিছুতেই মিশে আছে এক কিলোর স্মৃতি। মনে পড়ে 'যুগান্তর-বৈশাখী বন্ধন' উৎসবে সারারাত জেগে গোলচত্ত্বরে রঙ তুলি নিয়ে আল্পনা-খুনসুটি...কত স্মৃতি;কত ছবি!...
আমার ভালোবাসা-তার সাথে প্রথম ঝড়ে ভেজার স্মৃতিও এই এক কিলোতে।
এ আমাদের এক কিলো। যে পথে হেঁটে কেউ ক্লান্ত হয়না।
ছবি সূত্রঃ ফেসবুক গ্রুপ-এক কিলো সাস্ট।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





