
একটি প্রজাপতি প্রহর চাই, যেখানে মন স্বাধীন পারে উড়তে
যেখানে তুমি চুপ বসে থাকবে, আমি উড়বো ডানা মেলে;
একটি ফড়িং ক্ষণ আমায় দেবে
যেখানে আমি রোদ পোহাবো ঘাসের ডগায়।
একটি ফুলেল সময় আমার দেবে, আমি সুখে হারাবো
ঘ্রাণে মাতাল ক্ষণে আমি তোমায় বলবো ভালোবাসি
তুমি শুনবে, ঠোঁটে মৃদু হাসি তখনো থাকবে চুপ
আমি একটি ভালোবাসার দিন চাই । দেবে?
একটি রোদ্দুর দুপুর আমায় দাও
আমি দুপুরের গায়ে হেলান দিয়ে বসে নেয়ে ঘেমে হবো একাকার;
সূর্যের উত্তাপ খেয়ে, বসবো গিয়ে ছায়ায়
কষ্টের পর সুখ এমনই যে করা যায় উপভোগ।
আমায় একটি ঝিরিঝিরি হাওয়ার বিকেল দিয়ো
আমি হাঁটতে চাই সারি সারি বৃক্ষের ছায়ায়
যেখানে পা রাখলেই মর্মর পাতার নূপুর বাজে;
কেবল পাশে হেঁটো তুমি, তখনো চুপ।
আমায় একটি গোধূলি বেলা দিতে পারো;
আমি বিকেলের আকাশে চোখ রেখে দেখবো আকাশের রঙ
বেনারসী রঙ শাড়ি পরা আকাশ
এমন আকাশ যে হৃদয়ের রক্তক্ষরণ রঙ।
আমায় একটি সন্ধ্যা দেবে নাকি একদিন?
যেখানে নিরিবিল আলো ছায়ার পথ, নির্জন নিস্তব্ধ
আমি দেখতে চাই কী করে ফেরারী পাখিরা ঘরে ফিরে;
একদিন এমন সুযোগ দিয়ো আমায়
যেন আমরাও হই নীড়ে ফেরা পাখির মতন সেদিন।
===================
©কাজী ফাতেমা ছবি
২২-১০-২০২৪
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



