ওর হাসিমুখ ভুলতে পারতেছিনাহ .........
চোখের সামনে ভেসে থাকতেছে, হে হে হে হে শব্দগুলাও বড়ই যন্ত্রনা দিচ্ছে

গতকাল রাত সাড়ে আটটায় আমার স্কুলের এক ছোটভাই, আমাদের সবাইকে রেখে কোথায় জানি চলে গেছে ।
আজকে সকাল সাড়ে দশটায় জানাযা ।
ও সব কথায় খালি হাসতো , ধুমায়া সিগারেট টানতো আর ঠিকমতো পাচ ওয়াক্ত নামাজ পড়তো । কখন যে ক্যান্সার হয়ে গেলো, কেউ টের পায় নাই ।
কালকে কেমো দিতে গিয়ে , কী থেকে কি হয়ে গেলো কে জানে,
সব শেষ .................
মারা যাওয়ার পরে মানুষ কোথায় যায়
আমি বোকা তো , বুঝি না, আপনারা কি জানেন
ওর জন্যে দোয়া করবেন
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





