নির্ভরযোগ্য সূত্রে আজ জানতে পেরেছি যে শুধু খেলায় ব্যর্থতা নয়, বরং স্মার্টনেসের অভাবই সাকিব তামিমদের পদচ্যুতির মূল কারন। তাই পুরা বিকাল ধরে সমস্ত খেলোয়াড়ের নাম, চেহারা, (ফেসবুকের) প্রোফাইল আর বংশতালিকা দেখলাম
সে হলো অতি আলোচিত, আমার অইত্যান্ত প্রিয় খেলোয়াড় শাহাদাত হোসেন রাজীব। তার চেহারার স্মার্টনেস, কথা বলার স্টাইল...মাশাল্লাহ

আমার মনে হয় সকল ক্রিকেট ফ্যানদের-ই এখন উচিত বিসিবির কাছে জোর দাবী তোলা, শাহাদাত ছাড়া অন্য কাউকে যেন এই পদে বসানো না হয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




