গতবারের পোস্টটির ব্যাপক পাঠক জনপ্রিয়তার পর
বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে চলেছে আনুষ্ঠানিক সংলাপ সিরিজ। এরই ধারাবাহিকতায় আমরা গত বিষ্যুদবার (মানে ১০ সেপ্টেম্বর) দ্বিতীয় বৈঠকটি সেরে ফেললাম। ওই ঐতিহাসিক বৈঠকে উপস্থিত ছিলেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক কাম ব্যুরোক্রাট জনাব রাগিব হাসান, প্রশাসক জনাব বেলায়েত হোসেন আর এই উইকির বহু স্বেচ্ছাসেবক (তাদের মাঝে আপনাদের এই প্রচারবিমুখ
ওহ হো, বলতে ভুলেই গিয়েছিলাম আমাদের এবারের বৈঠকে খোদ উইকিমিডিয়া ফাউন্ডেশনের সদর দপ্তর সান ফ্রান্সিসকো থেকে স্বেচ্ছাসেবক সমন্বয়ক জনাব ক্যারি বাজ উপস্থিত ছিলেন। তো এত মানুষ যখন থাকে তখন কী আর আলোচনা না জমে পারে? আমাদের আলোচনাও খুবই জমেছিল (আরেকটু হলেই বরফ হয়ে যেত!) আর এই ফলপ্রসূ মিটিং কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা এই মিটিং গুলো করছি একটা মৌলিক উদ্দেশ্য মাথায় রেখে, আর তা হল আমাদের দেশে উইকিমিডিয়ার চ্যাপ্টার গঠন করা (নিশ্চয়ই আপনাদের মনে আছে তাও স্মরণ করিয়ে দিলাম আর কি)। এই কাজে আমাদের প্রয়োজন অনেক স্বেচ্ছাসেবী, তাই উৎসাহী মানুষ জোগাড় করাকে আমরা পাখির চোখ করেছি। তাই ভাইসব!! আপনারা প্রত্যেক ঘরে ঘরে উইকিপিডিয়ার দুর্গ গড়ে তুলুন। এবারের সংগ্রাম আমাদের মুক্ত বিশ্বকোষ রচনার সংগ্রাম। জয় উইকিপিডিয়া!!
আমদের আরও একটি সিদ্ধান্ত ছিল ইন্টারনেটে ব্লগ সাইট আর নেটওয়ার্কিং সাইটগুলোতে আমরা উইকিপিডিয়া নিয়ে ব্যাপকভাবে লেখালেখি করব। কিন্তু যারা ইন্টারনেট সুবিধাবঞ্চিত তাদের কী হবে? না এবার কাউকে ছাড়া হবে না। উইকিপিডিয়ার প্রাথমিক বিষয়গুলো নিয়ে আমাদের সুযোগ্য কমিটি একখানা বুকলেট ফেঁদেছেন। ওই বুকলেট পড়লে যে কেউ উইকিপিডিয়া ব্যবহার করা আর সম্পাদনা করার মৌলিক বিষয়গুলো জানতে পারবেন। আর এখন থেকে আমরা আমাদের সাধ্যমত উইকিপিডিয়া ও অন্যান্য মুক্ত প্রজেক্টের হালনাগাদ খবর দেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে পৌঁছানোর চেষ্টা করব। ফলে যেখানেই যান না কেন, আপনারা উইকিপিডিয়ার সঙ্গেই থাকতে পারবেন
তো ভাইয়োঁ, আর দেরি কেন? এখুনি ঝাঁপিয়ে পড়ুন উইকিপিডিয়ার কাজে, যোগ দিন আমাদের সবার ভালোবাসার এই মহান প্রজেক্টে।
কিছু প্রয়োজনীয় সংযোগঃ
১.দ্বিতীয় মিটিং এর লগ।২.বাংলা উইকিপিডিয়ার ঠিকানা।
৩.উন্মুক্ত বাংলা পাঠাগার উইকিসোর্স।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



