১. মেয়েটা ছিলো
-----------------------
মেয়েটা ছিলো সদ্য ফোঁটা, মেয়েটা আধো কুড়ি
মেয়েটা আবার গোধুলিবেলার স্নিগ্ধ বালুচরী !!
মেয়েটা ছিলো শ্যামলা ঘেষা, মেয়েটা আজও সবুজ
মেয়েটা আমার বুক ভাসানো,প্রেমের মতই অবুঝ
মেয়েটা ছিলো...........!!
মেয়েটা ছিলো চোখের পাতায়, মেয়েটা ধ্রুবতারা
মেয়েটা কখনো মাটির গানে, প্রেমিক দোতারা ।
মেয়েটা ছিলো আন্দোলনে, মেয়েটা ভীষন একা
মেয়েটার নাম "বাহান্ন"তে বুলেট দিয়ে লেখা
মেয়েটা আজও ইচ্ছে মেঘে বৃষ্টি দিনের আশা
মেয়েটা আমার আতর ঢালা ,সাধের বাংলা ভাষা !!
Click This Link
২. আমার কোন নাম দিওনা
--------------------------------------
তুমি ঠিক যেমন আছো,তার থেকে আর দুই পা দুরে
আমাদের ছোট্ট নদী বাঁকছে মেঠো বাঁশির সুরে
গেঁয়ো পথ, গাইছে বাউল-বটঝুরিটার দোলনা ফাঁকা
ছায়ারোদ শিরায় শিরায় মৌরি ফুলের গন্ধ মাখা
যা ছিল তেমনি আছে, প্রশ্ন, তুমি যাচ্ছ কি না
আমি সেই নদীর বাতাস আমার কোন নাম দিওনা !!
তুমি হাত বাড়িয়ে দিও তোমার খোলা জানলা দিয়ে
আমি মেঘ পাঠিয়ে দেবো, ভাসবো তোমায় সঙ্গে নিয়ে
তুমি হও জলের ফোঁটা ,আমি ও লই পায়ের ধুলো
ঘাসে কেঁপে উঠুক ফড়িং,আর আমাদের ইচ্ছেগুলো
গরুদের গলায় গলায় ঘন্টা হয়ে বাজতো চেনা
আমি ঘর ফেরার সেরা, আমার কোন নাম দিওনা !!
তুমি যদি একলা এখন এই নাগরিক ভীড়ের মাঝে
মনে কর, সন্ধ্যে হলেও তুলসী তলায় শঙ্খ বাজে
লক্ষীর আল্পনা ছাপ হাতের সেলাই আসন পাতা
খুঁটি ধরে দাড়িয়ে আছো হয়তো কারো আসার কথা
আমাদের দেয়নি যেতে সেই দ্বিধালোক লজ্জা-ঘৃণা
আমি সেই না হওয়া গান, আমার কোন নাম দিওনা !!
http://www.mediafire.com/?0jnmxmzwavv
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১১ বিকাল ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



