হাম্বালীগযে কতটা খারাপ এইটা চিন্তা করতে পারেন?
দেখেন নিজের দেশের শহিদ মিনার পুরায় এরা রাজনীতির জন্য
শহিদ মিনার পুড়ানোর নিউজ
এরা কি না করতে পারে দেখেন
সবকিছুর একটা সীমা থাকা উচিৎ
রাজনীতি করবি কর ব্যাটারা
তাই বলে দেশের স্বাধীনতা,শহিদ মিনার নিয়ে
চুপে চুপে ভোরবেলায় মদসিজের কাছে স্কুলের শহিদ মিনারে এরা আগুন দিয়ে মুসল্লিদের দায়ি করে দোষ চাপাইতে চায়।তারপর এই মুসল্লিদের জামাতি সাজাইয়া দোষ চাপাইবো জামাতি ব্রেন অয়াশড ছাগুদের।এমনিতেই জামাতি ভোদাইদের ২৫ হাজার জেলে।জামাত একটা গালি,এরা নিজেরা নিজেদের পরিচয় দিতে পর্যন্ত লজ্জা পায়।এখন এই গাধাগুলা নাকি আবার মন্দির,শহিদ মিনার,পতাকা পুড়াইবে এই স্বাধীন দেশ।মানে নিজেদের মৃত্যুটা আরও তরান্বিত করবে নাকি?এ রকম বলদামি ত কুনু গাধায়ও করে না
আর আম্লিগ শালারা আমাদের পাবলিকদের ভোদাই পাইয়া রাজনীতি করতাছে,মুসুল্লিদের ভেতরে ঢুইকা জাতিয় পতাকা পুড়াইছে,শহিদ মিনার ভাংছে,হিন্দুদের আক্রমন করছে
এখন সবাই ধরা পড়ে
ধরা পড়ে না খালি শহিদ মিনার পুরায় তারা
যারা পতাকা পুড়ায় তারা
যারা মন্দির ভাঙ্গে তারাও ধরা পড়ে না
সাগর রুনি হত্যা করে তারাও ২৪ ঘন্টায় তো দূরের কথা ১ বছরেও ধরা পড়ে না
আর কত করবো এ রকম হাম্বারা
রাজনীতির জন্য এরা দেশের স্বাধীনতা নিয়ে খেলবো তাইলে
আমার দেশ,আমার জন্মভূমি স্বাধীন হওয়ার ৪২ বছরেও যারা এগুলা দেখানোর সাহস করে নাই আজ তা করতাছে হাম্বারা শুধু রাজনীতির জন্য
কেউ যদি দেশকে রিয়েলি ভালোবাসেন তাইলে আসেন আমরা এই হাম্বাদের এখনি প্রতিরোধ করি।সময় হাতে কম এবং এদের চামচারা সংখ্যায় বেশী
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





