Garbitsch হল goebeles. ক্লাশ নাইনে পড়াকালীন আমরা ক'এক বান্ধবী রিনি আপার কথামত স্কুলের লাইব্রেরী পরিস্কার করি। লাইব্রেরীর সব বই গুছিয়ে রাখি। তখনই শেখর সেন গুপ্তের "হিটলার" বইটি আমার হাতে আসে। বইটিতে হিটলারকে অনেক নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হয়। আর আমার নিরপেক্ষ মন হিটলার কে গহণ করে পশ্চিমা প্রপাগান্ডায় নয় বরং নিজস্ব বিচারে।
বলতে পারেন আমি হিটলারের প্রেমে পড়ে যাই বইটি পড়ে :!> ........
...............এভাবেই দিন চলে যেতে থাকে।
তো ইন্টার প্রথম বর্ষে মাধব স্যারের কাছে আমরা যুক্তিবিদ্যা পড়তাম। স্যারের কাছ থেকে চে গুয়েভারা, জুলিয়াস ফুচিকের সূর্যদয়ের গান, ইস্পাত, স্পার্টাকাস, আরজ আলী মাতুব্বর সহ বিভিন্ন রকম বই পড়েছি। আমার এই ধরণের বইপড়ার প্রতি আগ্রহের কারণে স্যার আমাকে অনেক বেশী স্নেহ করতেন। আমার হিটলার প্রীতির কথা স্যার জানতেন। তিনি আমার সাম দিয়েছিলেন goebeles.
যাইহোক এই goebeles অর্থাৎ Garbitsch এর কিছু মন্তব্য শুনেছিলাম চার্লি চ্যাপলিনের বিখ্যাত মুভি The great Dictator এ। এখানে goebeles এর কিছু কথা আমার খুব ভাল লেগেছে---------------
"Today, democracy,liberty & equality
---- are words to fool the people.
No nation can progress
with such ideas..........
They stand in the way of action.
Therefore, we can abolish them.
In the future, each man will serve
the state with absolute obedience.
Let him who refuse beware !"
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৯ রাত ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




