আসসালামু-আলাইকুম ব্লগার বন্ধুরা কেমন আছেন সবাই, আশাকরি রাব্বুল আলা-মিন, পরম করুণাময়ের কৃপায় সবাই আল-হামদুল্লিহ।
১. যারা সুদের কারবার করে তাদের চোখ লাল অথবা বড় হয়।
২. সাধারণ মানুষের তোলনায় তারা একটু বেশী খাদক হয়।
৩. তাদের লজ্জা শরম অনেক কম। এবং এরা পল্টী বাজ স্বার্থপর স্বভাবের হয়।
৪. মিথ্যা কথায় অনেক পটু এরা। এরা এমন ভাবে মিথ্যা বলে, যা সাধারণ মানুষ বুঝতেই পারেনা।
৫. তারা নিজেদের কে নিষ্পাপ মনে করে, এবং তাদের এই সুদি কারবার কে ১০০% হালাল ব্যবসা মনে করে।
৬. অনেক সুদখোররা(৫)পাঁচ-ওয়াক্ত নামাজী হতে পারে, আপসোস এদের নামাজ এদের কোন উপকারেই আসেনা।
৭. এদের আত্মা অনেক দুর্বল হয়, সব কাজেই এদের ভয় সাধারণ মানুষের তোলনায় অনেক বেশি।
৮. এরা যখনি লাভে বা সুদে টাকা পয়সা লেনদেন করে, তাদের গ্রাহককে বরাবর একটা কথাই বলে, এই টাকা টা আমার না আমার অমুক বন্ধু বা আত্মীয় স্বজন থেকে নেয়া।
৯. এদের টাকাপয়সা বা সুদের ব্যবসা টা আত্মীয় স্বজনদের ও পরিচিত জনদের মাঝেই করতে পছন্দবোধ করে। কারন এতে ঝুটজামেলা অনেক কম।
১০. এরা নিজেদের স্বার্থে খুব কাছের যারা মা, বাবা, ভাই, বোন, স্ত্রী সন্তানদের সাথে ও এমন খারাফ ব্যবহার করতে পারে, যা আমরা কল্পনা ও করতে পারিনা।
১১. এদের লিখা পড়া বা বড় কোন ডিগ্রি থাকলেও অনেক ক্ষেত্রেই এরা মূর্খের মতই আচরণ করে থাকে।
১২. এরা এদের মত আর একজন সুদখোর কে মনে মনে প্রচণ্ড হিংসা ও ঘৃণা করে থাকে।
১৩. এরা সাধারণত ডাইবেট্রিস, হাইপেশার, হার্ডএটাক এই ধরণের রোগেই বেশী ভোগে, এদের বেশীর ভাগই মৃত্যু হয় হার্ড এটাক বা হার্ড ফেল করে।
১৪. বয়স কালে এরা অনেক অসহায় হয়ে পরে, এদের ছেলে মেয়েরা এদের কোন উপকারেই আসেন।
*** এদের সম্পর্কে ব্লগার বন্দুদের যদি আর কোন অবিজ্ঞতা জানা থাকে অবশ্যই কমেন্টে লিখবেন ১৪ নং এর পরে এড করা হবে। ইনশাল্লাহ।
পরিশেষে প্রিয় ব্লগার বন্দুদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যতটুকু সম্বভ এই শ্রেণীর লোক থেকে দূরে থাকাটাই মঙ্গল।
সবাই ভাল থাকবেন এইটাই আশাকরি আমিন।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



