
ছবি: "সনেট কবি" ব্লগ থেকে...
ব্লগে তার নাম জানি "সনেটের কবি"
আসল পরিচয় সে "ফরিদ চৌধুরী"
"আহমদ" বাদ গেছে মাঝখান থেকে
এইটুকু ভুল জানি মাফ পেতে পারি।
সনেটের ইতিহাসে বিস্ময় লেখন
"নয়শত ঊনত্রিশ" সনেট এখন,
"একশত তিনজন" ব্লগারকে নিয়ে
বিশাল ভান্ডার তার সনেটের বাড়ি।
"আসমাউল হুসনা" আল্লাহর নাম
সনেট লিখে দিলেন ব্লগে দেখলাম
আল্লাহ দিয়ে দিবেন এর প্রতিদান।
মজবুত কলমের দৃঢ় বর্ণনাতে
সত্যেরা স্বাধীন হোক এইতো চাওয়া
লেখনিতে ভরে যাক এ ব্লগের মান।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




