
দুনিয়াতে সবচাইতে দামী বস্তুটি হল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা মহাশুন্যে একটা স্পেস স্টেশন International Space Station,
এই স্টেশনটি ১৯৯৮ সালে আমেরিকা লন্চ করে।

এটা বানিয়েছিল বোয়িং কোম্পানী আর এটা বানাতে খরচ হয় প্রায় ১৫০ বিলিয়ন ডলার।
টাকায় ওটা কনভার্ট করা যাবেনা কারন অতোগুলো শুন্য দিতে পারবনা, আরি কটা শুন্য লাগবে তাইতো ব্রেনটাকে রিসিভ করাতে পারছিনা!
হ্যাঁ ওটার চাইতে দামী বস্তু দুনিয়াতে বিশ্ব ব্রম্মান্ডে নেই আপাতত!

এবার ওটার আরো কিছু তথ্য দেখি!
এটাতে ক্রু আছে এবং প্রায়ই থাকে ৬ জন। মাঝে মাঝে ৩ জনও থাকে। ওদের মাইনে ম্যালা টাকা!
এই স্পেস স্টেশনটার ভর ৪৫০ টন।
এটা মাটি থেকে প্রায় ৩৩০ কিলোমিটার উপরে দুনিয়ার চারদিকে ঘুর্ণায়মান।

লম্বা- ৭২.৮ মিটার, চওড়া- ১০৮.৫ মিটার আর উচ্চতা -২০ মিটার।
এর ভলিউম মানে ভেতরের জায়গা সাড়ে উনত্রিশ হাজার কিউবিক ফিট।

এর গতি সেকেন্ডে ৭.৬৬ কি.মিটার বা ২৭৬০০ কি.মি প্রতি ঘন্টায়। কি সাংঘাতিক! ট্রাফিক পুলিশ নেই?


এর সাথে কথা বলার কল সাইন 'আলফা স্টেশন'।
টাকা দিলে এটাতে বেড়ানো যায় বলে শুনেছি। চেষ্টা করতে পারেন, আমার ইচ্ছে নেই সাধ্য নেই!
সুত্র: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




