
১৩ বছর আগে ধ্বংশ হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটো অতিকায় ভবন। তারপর সেসব ভুলে গিয়ে আমেরিকানরা ওখানে আবার একটা ভবন বানাবার পরিকল্পনা করে।
সেই মোতাবেক ২৭ শে এপ্রিল ২০০৬ তারিখে বানাতে শুরু করে উত্তর গোলার্ধের সবচাইতে উঁচু ভবন '১ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার'।
![]()
এখানে অপান্তে বলে রাখি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মানে কিন্তু শুধুমাত্র ঐ হারিয়ে যাওয়া টুইন টাওয়ার নয়, মোট ১২ খানা ভবন নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। টুইন টাওয়ার ছিল ১ আর ২ নং ভবন। ৩,৪,৫ ৬ আর ৭ সহ আরো চার খানা এখনো আছে।
বানাবার কালে প্রথমে এটার নাম ছিল ফ্রীডম টাওয়ার এখন '১ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার'।

ঠিকানা: ২৮৫, ফুলটন স্ট্রীট, ম্যানহাটান, নিউইয়র্ক সিটি, নিউইয়র্ক।
ভবনটা ১৭৭৬ ফুট উঁচু, আমেরিকার স্বাধীনতার বছর আর কি! তবে বেসমেন্টে ৫ টা ফ্লোর আছে।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর পুরো কমপ্লেক্সটা ১৬ একর জায়গার উপর অবস্হিত।
![]()
![]()
ভবনটাতে ১০৪ তলা আছে। মোট ফ্লোর এরিয়া- ৩৫,০১,২৭৪ বর্গ ফুট। এই ভবনে ৭১ টা লিফট এলিভেটর আছে।

এটার ডেভেলপার 'পোর্ট অথরিটি অব নিউইয়র্ক আর নিউ জার্সী'।
এটা বানাতে মোট প্রায় ৩.৯ বিলিয়ন ডলার খরচ হয়।
না খরচ বাড়েনি, আট বছরেও তেমন একটা বাড়েনি। ওরা আমেরিকান। নিজের দেশটাকে এরা বড্ড ভালবাসে।
অবশ্য ওরাই বলে ভবনটা বানাতে বড় বেশী সময় লাগল। ৮ বছর অনেক সময়, যুক্তরাস্ট্রের জন্য।
ভাড়াটেরা আসা শুরু করেছে তবে এখনো ৩০ টার বেশী ফ্লোর ভাড়া হতে বাকী আছে। এবছর ২৭ শে অক্টোবর চালু হবার কথা আছে, তবে নিশ্চিত না।
ভাড়া নিবেন?
সুত্র: Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



