![]()
![]()
১। টোকিওতে ৫০ মিনিটের রাস্তায় একটা বাইসাইকেল একটা মার্সিডিজের চাইতে দ্রুতগতিতে যেতে পারে!
![]()
![]()
২। প্রিন্স চার্লস ও প্রিন্স উইলিয়াম একই প্লেনে কখনো চড়েনা। দুর্ঘটনা ঘটলে তো সর্বনাশ!
![]()
৩। আপনার শরীর প্রতি সেকেন্ডে দেড় কোটি লোহিত রক্তকণা বানাচ্ছে আর ধ্বংশ করছে!
![]()
৪। সাধারণ তাসের প্যাকেট দেখেছেন নিশ্চই। সেখানে হরতনের সাহেব হলো একমাত্র সাহেব যার কোন গোঁফ নেই!
![]()
৫। লাস ভেগাসে জুয়ার ক্যাসিনোগুলোতে কোনো ঘড়ি থাকেনা। হারুন যতক্ষন খুশী!
৬। প্রতি আটজন নাগরিকের জন্য একটা করে স্লট মেশিন আছে, লাস ভেগাসে।
৭। মোনালীসার চোখের উপর কোনো ভুরু নেই!
![]()
৮। দৈনিক গড়ে কুড়িটা ব্যাংক ডাকাতি হয়, আর চুরি যায় গড়ে ২৫০০ ডলার!
৯। দুনিয়াতে সবচাইতে জনপ্রিয় সর্বাধিক ব্যাবহৃত ফার্স্ট নেম হল 'মোহাম্মদ' (দঃ)।
১০। প্রথম দিকে শুধু হাত আর মুখ মোছার জন্য টেবল ক্লথ দেয়া হত!
১১। যারা আইসল্যান্ড বেড়াতে যান তারা জেনে রাখুন সেখানে রেস্তোরাতে বেয়ারাকে বখশিশ দেয়াকে অপমানজনক মনে করা হয়!
১২। উনবিংশ শতাব্দী পর্যন্ত সাইবেরিয়াতে চায়ের শক্ত ব্লকই টাকা হিসেবে ব্যাবহার হতো।
১৩। শান্তিতে নোবেল বিজয়ীকে যে মেডেলটা দেয়া হয় তাতে তিনজন ন্যাংটো মানুষের ছবি থাকে যারা একে অন্যের কাঁধে হাত দিয়ে আছে!
![]()

১৪। কাচ ভাংলে টুকরোগুলো প্রতি ঘন্টায় ৩০০০ মাইল বেগে ছোটে!
১৫। একটা বোয়িং ৭৪৭ প্রায় ৫৭২৮৫ গ্যালন জ্বালানী তেল বহন করে।
১৬। আমেরিকার ফিলাডেলফিয়ার টাকশালে প্রতিদিন দুকোটি ষাটলাখ পেনি তৈরী হয়!
![]()
১৭। একটা ভাল বেহালাতে ৭০ টা আলাদা আলাদা কাঠের টুকরা থাকে!
১৮। কাঁচ পুরোপুরি বিনস্ট হতে ১০ লাখ বছর লাগে, সুতরাং এটাকে প্রায় অসীম সময় রিসাইকল করা যায়!
১৯। অধিকাংশ লিপস্টিকে মাছে আঁশ থাকে।
![]()
২০। একটা বর্গাকৃতির কাগজকে সর্বোচ্চ ৭ বার প্রতিবার আধাআধি করে ভাগ করা যাবে, এর বেশী কেউ পারেননি।
২১। এক দুই করে প্রতিদিন সারাদিন গুনলে আপনার এক ট্রিলিয়ন গুনতে ৩১৬৮৮ বছর লাগবে! শুরু করে দিন।
২২। সুর্য্যটা আমাদের পৃথিবীর চাইতে ৩৩০৩৩০ গুন বড়।
![]()
২৩। মৃত্যৃদন্ড দেয়ার ইলেকট্রিক চেয়ার আবিষ্কার করেছেন একজন ডেন্টিস্ট!
২৪। উইন্ডমিল সবসময় ঘড়ির কাটার উল্টোদিকে ঘোরে, আয়ারল্যান্ড বাদে।
![]()
২৫। দুনিয়াটার ওজন ৫৯৪০ বিলিয়ন বিলিয়ন টন।
সুত্র: http://www.strangefacts.com/
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




