ট্রান্টর গ্রহের স্ট্রিলিং বিশ্ববিদ্যালয়ের ম্যাথেমেটিকসের প্রফেসর ছিলাম আমি। সাইকহিস্টরির জনক। সাইকহিস্টরি এমন একটা সাবজেক্ট যেটার মাধ্যমে বিরাট একটা জনসংখ্যার ভবিষ্যত পূর্বানুমান করা যায় সম্ভাবনার স্কেলে। ছায়াপথ সাম্রাজ্যের মত এত বড় সাম্রাজ্যের পতনের পূর্বানুমানটা আমি করেছিলাম বলে অনেকে আমাকে "র্যাইভেন স্যালডন" বলে। আমার বিস্তারিত জীবন এবং কর্ম সম্পর্কে জানতে চাইলে প্রাচীনকালের (বিশ শতকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার) বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক আইজাক আজিমভের "ফাউন্ডেশান" সিরিজ পড়ে দেখবেন।
প্রাচীনকালের উইকিপিডিয়া নামক বিশ্বকোষে আমার সম্পর্কে কিছুটা লেখা আছে। তাছাড়া "ছায়াপথ বিশ্বকোষে" আমার জীবনি আছে।
এখন কিছু কথা বলব যা আমি গোপন রেখেছিলম।
ছায়াপথ বর্ষের বাসিন্দারা মনে করে আমি মৃত। আসলে ছায়াপথ
সাম্রাজ্যটা কিভাবে পৃথিবী থেকে বিস্তার লাভ করল, কিভাবে ছায়াপথ সাম্রাজ্যের মানুষ পৃথিবী সম্পর্কে ভুলে গেল সেটা জানার ইচ্ছে ছিল খুব। ছায়াপথ সাম্রাজ্যের মানুষের আদি বাসস্থান পৃথিবীকে কাছ থেকে দেখার ইচ্ছেটাকে বাস্তবে রুপ দিতে আমি নিজেই নিজের মৃত্যুর ভান করি। আর টাইম-মেশিনে করে সময়ের উল্টোদিকে পরিভ্রমণ করে আপনাদের এই সময়ে এসে পড়লাম। আশ্চর্য হয়ে দেখলাম মানুষের আদি বাসস্থান পৃথিবীতে বাংলাদেশ নামক স্থানটা গরীব লোকের জায়গা, অথচ ছায়াপথ সাম্রাজ্যের সব বড় বড় বিজ্ঞানীরা একমত যে বাংলাদেশের লোকরাই সারা পৃথিবীব্যাপী তাদের সাম্রাজ্য স্থাপনের পর যখন দেখল পৃথিবী ক্রমশ বাসস্থান অনুপযোগী হয়ে যাচ্ছে তখন তারা অন্য গ্রহতে তাদের পথ চলল। আস্তে আস্তে সারা ছায়াপথ জুড়ে পৃথিবীর লোক ছড়িয়ে পড়ল। সাইকহিস্টরি প্রজেক্টে জড়িত বিজ্ঞানীরা মনে করেন আনুমানিক প্রাচীনকালের গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ২১৭০-২২০০ সালের মধ্যে বাংলাদেশের মানুষ সারা পৃথিবীব্যাপী সাম্রাজ্যস্থাপন করতে সমর্থ হয়।
এর ১০০ বছর পরে তারা সারা ছায়াপথজুড়ে ছড়িয়ে পড়ে। কিভাবে বাংলাদেশে রাজাকার জামাতিদেরকে যুদ্ধপরাধীদের বিচার করা হল এবং ঘৃণ্য গোলাম আজম, নিজামী, মুজাহিদসহ অন্যান্যদেরকে শাস্তি পেতে হয়েছিল সেটাও আমি জানি। সেই সংগে ব্লগের ড়াজাকারদেরও শাস্তি হয়েছিল। সেটা ঘটেছিল প্রাচীন গ্রেগরিয়ান ২০১০ সালে। সেটা আরেকদিন বলব।
সামহয়ার নামক ব্লগে আমি আগে অন্য নিকে ব্লগিং করতাম। সাইকহিস্টরির হিসেবমতে আগের নিকটা "নরাধম" হওয়ার সম্ভাবনা ৯৮.৩৪৫৬%।
আমি মূলত লেখা পড়তে এসেছি। এখনও ভালমতে নতুন বাসস্থান পৃথিবীতে অভ্যস্ত হয়ে উঠিনি। আশা করা যায় অচিরেই অভ্যস্ত হয়ে উঠব। এখনও কোন মৌলিক লেখা দিইনি। মে'র মাঝামাঝিতে কিছু লেখার ইচ্ছে আছে। সবার জন্য শুভকামনা।
বাংলাদেশের লোকসকল, আমি হ্যারি সেলডন বলছি আপনারা হতাশ হবেননা। সুদিন আসতেছে, পৃথিবীতে আপনারা সর্বশ্রেষ্ঠ জাতি। আপনারা আর কয়েক দশকের মধ্যেই অনেক উন্নতি করবেন। তাই বলি,
"হাল ছেড়োনা বন্ধু,
কন্ঠ ছাড়ো জোরে।"
সংযুক্তি১: আমার প্রোফাইলে কোবতেটা নির্বাসিতদা'র ব্লগ থেকে ধার করা।
সংযুক্তি২: সাময়িক কথাটা লিখলে ব্লগে হিট বাড়ে। বাংগালি হুজুগে জাতি। তাই সাময়িক লিখে দিলাম। কিন্তুক পোস্ট সাময়িক না!
সংযুক্তি৩: আমি আপনাদের মেহমান, ছায়াপথ সাম্রাজ্য থেকে এসেছি। এই পোস্টে মাইনাস দিলে ছায়াপথ সাম্রাজ্যের লোক আপনাদেরকে খারাপ ভাববে!!
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



