আমি সাধারনত টেকি পোষ্ট করি (ব্যর্থ চেষ্টা)। তারপরেও আজকে একটা মুভি বিষয়ক পোষ্ট দিলাম। আমি সব ধরনের মুভিই পছন্দ করি। তবে আজকে শুধু এ্যানিমেশন মুভি নিয়ে বলবো।
একান্তই ব্যাক্তিগত পছন্দের তালিকা। তাই দয়া করে কেউ সিরিয়াসলি নিবেন না।
১: WALL.E

আমার দেখা সেরা একটা এ্যানিমেশন মুভি। যারা এ্যানিমেশন মুভি পছন্দ করেন না তাদের কাছে আমার অনুরোধ একবার হলেও এ মুভিটা দেখবেন। রোবট নিয়ে জটিল একটা কাহিনি।
২: Kung Fu Panda

এ্যানিমেশন দিয়েও যে খুব ভাল এ্যাকশন মুভি বানানো যায় তার জলন্ত প্রমান এ মুভিটি।
৩:Ratatouille

ইঁদুর যে মানুষের ক্ষতি করে তা ভুল প্রমানিত করে অসাধারন কাহিনী নিয়ে এ মুভিটি।
৪: Cloudy with a Chance of Meatballs

এমন যদি হয় আকাশ থেকে খাবার বৃষ্টির মত পড়ছে আর সবাই তা খোলা আকাশের নিচে বসে খাচ্ছে তাহলে কেমন হয়? এই মুভিতে এটাই ঘটেছে।
৫: Mary and Max

সম্পূর্ণ ভিন্নধর্মী একটা ছবি। আমার পরামর্শ থাকবে এ মুভিটা দেখার সময় সাবটাইটেল ব্যবহার করা। ঠান্ডা মেজাজে মুভিটা দেখলে নিশ্চিত ভাল লাগবে।
এছাড়াও আরও অনেক ভাল এ্যানিমেশন মুভি আছে। যেমন
Ice age
Toy Story
Up
Finding Nemo
Monsters.Inc ইত্যাদি ইত্যাদি।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




