দেশ বদলের অঙ্গীকার
মুর্শেদ রায়হান
সংগঠক, প্রতœতাত্ত্বিক ও গবেষক
যরসৎধুধফর@মসধরষ.পড়স
+৮৮০১৭৬৩৫৬৭৮০৭
আমরা তৈরি হচ্ছি। একটা রাষ্ট্র কখনো এভাবে একভাবে চলতে পারেনা। সফলতা আর অর্জনের ঝুড়িকে শূন্য করে দিয়ে অন্যায়, অবিচার, দুর্নীতি দিয়ে বিশ্বের কাছে আর দেশের নাগরিকদের কাছে নতজানু হয়ে কোনো রাষ্ট্রের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। গোটাকয়েক দুর্বৃত্তের হাতে বন্দি হয়ে রাষ্ট্রযন্ত্র তার জনগণের কাছে অনাস্থার প্রতীক হয়ে থাকতে পারেনা। আমরা কখনোই হতাশাবাদী নই কিংবা নেতিবাচক মানসিকতার নই। আর এজন্যই সবার আস্থাকে ফিরিয়ে আনতে আমরা আত্মপ্রকাশ করছি। আমরা আগাতে চাই, আমরা দেশকে এগিয়ে নিতে চাই। স্বাধীনতার পর থেকেই তথাকথিত বাম আর ডানপন্থী রাজনৈতিক দলগুলো জনগণের আস্থা অর্জনে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বুদ্ধিবৃত্তিক শূন্যতা, অস্তিত্বকে টিকিয়ে রাখার সংগ্রাম, গুটিকয়েক সম্পদশালীর কাছে বিসর্জিত নীতি-নৈতিকতা কিংবা সাহসকে ফিরিয়ে আনতে আর অর্জনের পাল্লাকে ভারি করতেই প্রচ্ছদপটে আসতে চাই আমরা। সুস্পষ্ট রাজনৈতিক মতাদর্শ এবং সময়ের চাহিদাকে সামনে রেখে সবাইকে আহবান জানাই আমাদের পতাকাতলে আসার।
বামপন্থা বা ডানপন্থা নয়; দেশকে, দেশের মানুষকে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক আর সাংস্কৃতিক স্বাধীনতা ভোগ করাবার জন্য কট্টর বাঙালি জাতীয়তাবাদী ভাবধারার দেশপ্রেমিক আদর্শ নিয়ে সমস্ত বাঙালীর অধিকার আদায়ে আমরা সোচ্চার। বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে আমরা অঙ্গীকার করছি; সৎ, দয়িত্বশীল, ধর্ম নিরপেক্ষ, উদারপন্থী, অহিংস ও বলিষ্ঠ নেতৃত্ব উপহার দেব আমরা সবাইকে। আমরা দেশের সেসব সংখ্যালঘিষ্ঠ সাহসী বুদ্ধিজীবিদের চাই। আমরা সব সুবিধাবঞ্চিত, শোষিত, দলিতদের চাই। আমরা নতুন আর ব্যতিক্রমি সৃষ্টিশীল কাজে জড়িত তরুণদের চাই। আমরা দেশের জন্য কিছু করতে চাওয়া প্রত্যেকটা মানুষকে চাই। আমাদের সম্মিলন, সম্মিলিত প্রচেষ্টা আর সুসংগঠিত একতা এদেশটাকে বদলে দেবার জন্য যথেষ্ঠ।
প্রাতিষ্ঠানিক রাজনীতির দুর্বলতা, জবাবদিহিতার অভাব, যোগ্য ও বিকল্প নেতৃত্ব বা যথাযোগ্য রাজনৈতিক উত্তরসূরি তৈরির ব্যর্থতা, পরিবার কেন্দ্রীকতা, দুর্নীতি, অসততা বাংলাদেশের রাজনীতিকে একেবারে তলানিতে নিয়ে পৌঁছেছে। বলিষ্ঠ নেতৃত্বের অভাব এবং সাংগঠনিক দুর্বলতার কারণে মেরুদণ্ডহীন রাজনৈতিক দলগুলোই আজ মন্দের ভালো হিসেবে প্রধান রাজনৈতিক দলের মর্যাদা নিয়ে দেশের প্রতিনিধিত্ব করছে। তথাকথিত এসব রাজনৈতিক দলের কারণেই আজ কখনো নিতে হয় ‘তলা বিহিন ঝুড়ি’র আখ্যা, অন্যদিকে সুস্পষ্ট অবস্থান না থাকার কারণে আন্তর্জাতিক চাপে নতিস্বীকার করতে হয় আমাদেরকে। রাজনীতি যখন অবৈধ সম্পদ অর্জনের, শোষনের আর ব্যক্তিস্বার্থ রক্ষার হাতিয়ার হয়ে উঠে তখন দেশকে তা কল্যাণ উপহার দেয়না; উপহার দেয় বুর্জোয়া, সম্পদশালী একটি শ্রেণি এবং উল্টোদিকে দরিদ্র থেকে দরিদ্রতর জনগোষ্ঠী।
রাজনীতির এ অন্ধকার অধ্যায়টুকুর বাইরে আমাদের সাধারণ জনগণ পরিশ্রমী, কর্মঠ, মেধাবী, সৃষ্টিশীল এবং সর্বোপরি দেশপ্রেমিক। আমরা সেইসব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে চাই। সুস্পষ্ট রাজনৈতিক মতাদর্শ এবং জনগণের প্রত্যাশামাফিক অঙ্গীকার নিয়ে অধিকার আদায়ের সংগ্রামে আমরা ব্রতী। আমাদের হাতকে শক্ত করুন।
আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী। সুবিধাবঞ্চিত, শোষিতদের অধিকার আদায়ে সোচ্চার। আমরা উদারপন্থী নীতির। গণতন্ত্রের চর্চার মাধ্যমে শ্রম ও পুঁজির সুষ্ঠু বণ্টন করে শক্তিশালী অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ আমাদের লক্ষ্য। দেশীয় ঐতিহ্যকে কাজে লাগিয়ে শিল্প-প্রযুক্তির বিপ্লব, কৃষিক্ষেত্রকে সর্বোচ্চ গুরুত্বারোপ, বাঙালি সংস্কৃতির নবজাগরণ, শিক্ষার প্রসার এবং সর্বস্তরে সুশিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবার সুনিশ্চিতকরণ, মানব সম্পদের পূর্ণ ব্যবহার, দেশের প্রাতিষ্ঠানিক অবকাঠামোকে সুচারুরূপে ব্যবহার, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আমাদের এ অঙ্গীকার কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
অতি শীঘ্রই আমরা আমাদের রাজনৈতিক মেনিফেস্টো ঘোষণা করবো। আগামী দুবছরের মধ্যেই আমরা আত্মপ্রকাশ করবো। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের জন্য একটা ছায়া সরকার গঠন করা হবে এবং স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির দিন সংখ্যাগরিষ্ঠ জনসমর্থন নিয়ে সরকার গঠনের দৃঢ় আত্মবিশ্বাস ঘোষণা করছি আমরা।
সবাইকে অনুরোধ করবো আমাদের মতাদর্শ এবং রাজনৈতিক অঙ্গীকারকে প্রতিনিধিত্ব করে এ ধরনের একটা রাজনৈতিক দলের নামের প্রস্তাবনা করার। আহবান জানাই আমাদের দলে যোগ দেবার, আহবান জানাই আমাদেরকে সমর্থন দেবার, আহবান জানাই আমাদের নীতিগত আদর্শকে অনুপ্রাণিত করার, আহবান জানাই আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং দিকনির্দেশনা দেবার। আপনারা আমাদের সমর্থন দিন। আমরা আপনাদের সমৃদ্ধ, সফল, মাথা উঁচু একটা জাতি উপহার দেব।
বর্তমানে নেতৃত্ব তৈরির ক্ষেত্রে চরম সঙ্কট চলছে। আজ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজনীতির চর্চা করছে পেছনের কাতারের অমেধাবী তরুণরা; যারা একদিন যোগ হবে মূলধারার রাজনীতিতে। রাজনীতিতে আসছে অসাধু, অশিক্ষিত ব্যবসায়ী ও পুঁজিপতিরা। অন্যদিকে মেধাবীরা নানা ক্ষেত্রে বঞ্চিত হতে হতে একটা ভালো কর্মসংস্থানের আশায় বর্তমানের অনৈতিক রাজনীতির কাছে নতিস্বীকার করে কষ্ট করে বা জমি বেচে বা অন্য কোনোভাবে যোগাড় করছে কাঁড়ি-কাঁড়ি টাকা, যেটা যাচ্ছে ঘুষ হিসেবে কতিপয় অসৎ ব্যক্তি, প্রতিষ্ঠান, এম.পি., মন্ত্রী, এমনকি কিছু নির্দিষ্ট সরকারী দপ্তরে। রাষ্ট্রযন্ত্রে এধরনের অনিয়ন্ত্রিত, অদৃশ্য এবং প্রমাণবিহীন অর্থের লেনদেন বন্ধ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
যারা সরকারী প্রশাসনযন্ত্রে যোগ দিতে চাও, আহবান ও অনুরোধ করবো একটাই, সৎ থোকো তোমরা কর্মক্ষেত্রে। আর চ্যালেঞ্জ গ্রহণকারী তরুণদের আহবান জানাবো বিপ্লবের প্রস্তুতি নিতে, আমাদের সাথে যোগ দিতে। রাজনীতিতে আসার আহবান জানাই মেধাবীদের; সেইসব টেন্ডারবাজ, চাঁদাবাজ, অস্ত্রধারী মানসিকতার তরুণদের নয়। অবৈধ অর্থ উপার্জন যেন জীবনের লক্ষ্য না হয়। আমাদের সৃষ্টি করা সমৃদ্ধ অর্থনৈতিক অবকাঠামোয় বৈধ ও সঠিক পথে অনেক সম্পদ আহরণের সব সুযোগ করে দেব আমরা। রাজনীতিকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেব আমরা। দেশের মেধাবী আগ্রহীদের আহবান জানাবো রাজনীতিতে পেশা গড়ার। পরিপূর্ণ ও স্বয়ংসম্পূূর্ণ রাজনৈতিক দল হিসেবে আমাদের সংগতি অনুযায়ী বেতন-ভাতা দেয়া হবে আমাদের কর্মী-সংগঠকদের।
অর্থের সংস্থান রাজনৈতিক দল পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ একটা দিক। বর্তমানে আমাদের সবাই যুবা পুরুষ, যাদের উপার্জিত অর্থ একটা রাজনৈতিক দল পরিচালনার জন্য যথেষ্ঠ নয়। তবে দেশকে নতুনভাবে গঠন করতে কঠোর পরিশ্রম, শ্রম, সময় ব্যয় করতে হবে আমাদের। স্বপ্নের মতো কলকাঠি নাড়ানো আর পরিকল্পনা নয়, কাজের মাধ্যমে আমরা এর সুফল অর্জন করবো। আমরা কর্মী-সমর্থকদের আহবান জানাবো আমাদের প্রয়োজনীয় অর্থ সংস্থানে এগিয়ে আসতে। তহবিল গঠন করার জন্য আমরা সুহৃদ চাঁদা আহবান করছি। আমাদেরকে দেশের কাজে কাজ করতে দেবার জন্য সহায়তা করুন।
কৃষক, মজুর, শ্রমিক, শিক্ষক, বুদ্ধিজীবি, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, প্রকৌশলী, ডাক্তার, উকিল সহ সকল পেশাজীবি ও আপামর জনসাধারণের প্রতি আহবান; রোজকার দেখা অভ্যাস, স্থবির জীবনটাকে ঝেড়ে ফেলুন, একবার তাকান নিজের দিকে, একবার তাকান দেশটার দিকে। একটু সাহসী হয়ে, আস্থা নিয়ে তথাকথিত অসৃজনশীল রাজনৈতিক দলগুলোকে সমর্থন না দিয়ে সৃষ্টি হতে যাওয়া আমাদেরকে সমৃদ্ধ করুন। আমাদেরকে সুযোগ দিন। আপনারা আপনাদের পরিশ্রমী হাত আমাদের দিকে বাড়িয়ে দিন, আমরা আপনাদের সুস্থ রাজনীতি আর সমৃদ্ধ একটা দেশ উপহার দেব।
বিপ্লব সুনিশ্চিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



