এই যুদ্ধে যা করা দরকার-
১. সর্ব প্রথম নিজেকে ইভ টিজিং থেকে বিরত রাখা।
২. নিজের কাছের বা আপন জনকে এর থেকে বিরত রাখা।
৩. কেউ যদি টিজ করে তাবে তাকে পারিবারিক ভাবে শাস্তির ব্যাবস্থা করা। এমনকি প্রয়োজনে পুলিশে সোপর্দ করা।
৪. সন্তানদেরকে পিতামাতার সঠিক শিক্ষা প্রদান করতে হবে।
৫. সামাজিক ভাবে আমাদেরকে এর বিরুদ্ধে কঠর অবস্থান নিতে হবে।
৬. অপরাধী যে আইনের মারপ্যাচে বের হতে না পারে তার খেয়াল রাখা।
৭. সমাজের কোন প্রভাবশালী ব্যাক্তি যদি অপরাধীদের আশ্রয় বা প্রশ্রয় দেয় তবে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা।
৮. অপরাধীদের শাস্তি নিশ্চিত করা। এই ক্ষেত্রে প্রশাসনের ভুমিকাই বেশি।
৯. আমাদের সকল রাজনৈতিক নেতা কর্মীদেরও এই ব্যাপারে সচেতন হয়ে পদক্ষেপ নিতে হবে। কোন টিজারদেরকে প্রশ্রয় বা আশ্রয় দেয়া যাবে না।
১০. রাষ্ট্রীয় ভাবে কঠোর হস্তে টিজারদের দমন করতে হবে।
১১. যুব সমাজকে এই ব্যাপারে বুঝানো এবং সচেতন করা।
১২. যুবকদের সমাজ কল্যাণ মূলক কাজে লাগানোর ব্যাবস্থা করা। এতে করে তারা এগুলো করার সময় কম পাবে।
১৩. তাদেরকে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে টিজ কমানো যেতে পারে। কারন যারা অলস ভাবে সময় কাটায় এবং আড্ডা দেয় ও অযথা ঘুরে বেড়ায় তাড়াই এই কজটি বেশি করে।
১৪. পাড়ায় পাড়ায় সামাজিক ভাবে সকল স্তরের মানুষ নিয়ে সভা করে সচেতন করা ও পদক্ষেপ নেয়া।
১৫. মাদক ও নেশ থেকে আমাদের সমাজকে রক্ষা করা। কারন মাদক ও নেশা টিজের সাথে ওতোপ্রতোভাবে জড়িত।
১৬. যত যাই হোক টিজারদের কাছে মাথা নোয়ানো যাবে না।
১৭. এই যুদ্ধে জয়ী হবার জন্যে প্রয়োজনে আমাদেরকে শিক্ষক মিজান ও চাপা রানীর মতো নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিতে হবে।
১৮. মেয়েদেরকেও এই ব্যাপারে সচেতন হতে হবে। তাদেরকে স্বাভাবিক শালিনতা বজায় রেখে রাস্তায় বের হওয়া উচিত। যাতে ছেলেরা টিজ করতে উদ্বুদ্ধ না হয়।
১৯. এমন কোন পোষাক না পরা যাতে টিজ করতে ছেলেদের উৎসাহিত করে।
২০. মেয়েদের এমন কোন আচরণ না করা যাতে ছেলেরা টিজে অনুপ্রানিত হয়।
২১. শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষদের এটা নিয়ে আলোচন সভা করে সচেতন করা।
২২. মসজিদ, মন্দির, গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে এটা নিয়ে আলোচনা করা দরাকার।
২৩. সর্বপরি যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলা। এর মাধ্যমেই বেশি সুফল পাওয়া সম্ভব। কারণ সকল ধর্মীয় অনুশাসনই সকল অপরাধ রোধে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে।
এটা আমার নিতান্তই ব্যাক্তিগত চিন্তা-চেতনা থেকে লেখা। আপনাদের যদি আরো কোন উপায় বা সমাধানের পথ জানা থাকে তবে অবশ্য জানাবেন। এতে করে কিছুটা হলেও আমারা উপকৃত হতে পারবো।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


