আমার আজকাল খুব দালাল হতে ইচ্ছে করে।
দালালদের কাজটা বড়ই সৌন্দর্য লাগে। তারা এমন একটা স্ট্যান্ড নেন, যাতে মনে হয় তরকারিতে লবণ বেশিও হয়নি, কমও হয়নি। তরকারি নিউট্রাল আছে। কিন্তু এই মজার তরকারি খাইলে যে আপনার তিন দিন টানা বাথরুমে থাকতে হইবে তা কিন্তু দালালরা ভুলে যান।
প্রথম আলো আমাদের একবিংশ শতকের দালালি শিখিয়েছে। যখন যে সরকার আসবে তার দালালি করা দিয়েই তাদের শুরুটা হয়েছিলো। দেখুন তাদের বানানো তরকারি কিন্তু বিষ হয়েগিয়েছে আলপিনের সুমন্ত-আসলামের জন্য, কার্টুনিস্ট আরিফুরের জন্য, দালাল মতিউর রহমান তার পদে বহাল আছেন, আর দালাল লতিফুর রহমানের সম্পদের হিসেব চাইছে না কেউই। হায় প্রথম আলো, ভুলে গেল আরিফুরের কথাটা।
আমাদের ব্লগের দালালদের দালালি দেখে অবাক হয়ে যাই। অভিনব দালালি। ভয়ংকর।
তাদের কথা হলো, রাজাকাররা ঠিক কইছে, আবার আমরাও ভুল কইনাই। সামহোয়ারের নীতি ঠিক আছে। সামহোয়ার দালালদের সমাদর করিবে না? তা কি হয়?
যাহোক, দালালি ভাল না, কারণ পক্ষান্তরে দালাল মানে কিন্তু মেয়ে ব্যবসা করা যা প্রথমআলো করছে, আর এখানে কেউ কেউ করছেন, আর সংসদ ভবনে হাটতে গেলেও অনেক দালালের দেখা মেলে।
তবে একটা কথা সত্য। দালালরা কিন্তু বেঁচে থাকে, আর স্বার্থ হাসিল করতে থাকে। দালালিতে হঠাৎ করে ইস্তফা দেওয়া ঠিক না। তাহলে দেবপ্রিয় এর মত জেনেভায় চলে যেতে হতে পারে।
আলোচিত ব্লগ
জামাত কি দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাতে চায়? পারবে?
অন্য যে কোন সময়ে জামাতকে নিয়ে মানুষ যতটা চিন্তিত ছিলো, বর্তমানে তার থেকে অনেক বেশী চিন্তিত বলেই মনে করি।

১৯৭১ এ জামাতের যে অবস্থান, তা নিঃসন্দেহে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন
=যাচ্ছি হেঁটে, সঙ্গে যাবি?=

যাচ্ছি হেঁটে দূরের বনে
তুই কি আমার সঙ্গি হবি?
পাশাপাশি হেঁটে কি তুই
দুঃখ সুখের কথা ক'বি?
যাচ্ছি একা অন্য কোথাও,
যেখানটাতে সবুজ আলো
এই শহরে পেরেশানি
আর লাগে না আমার ভালো!
যাবি কি তুই সঙ্গে আমার
যেথায়... ...বাকিটুকু পড়ুন
আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।