১ । আদর-যত্নে লালিত ধনীর দুলাল তার ব্র্যান্ড নিউ স্পোর্টস কার নিয়ে শহরের বড় রাস্তায় দুর্দান্ত গতিতে ছুটে চলছিল । চলার পথে একপাশে চারজন সুন্দরী মেয়ে হেটে যাচ্ছিল । মেয়েদের পাশ দিয়ে যাওয়ার সময় ছেলেটি তার গাড়ির স্পিড কমিয়ে দিল । প্রস্ন হল, ছেলেটি কি দেখে গাড়ির স্পিড কমিয়েছিল?
উঃ মেয়েদের হাটার যায়গার সামনে যে স্পিডব্রেকার টা ছিল, সেটা দেখে থামিয়েছিল ।
২ । একটা ক্রিকেট দলের ফিল্ডারদের মান দিঙ্কে দিন খারাপ হয়ে যাচ্ছে । ক্যাচের পর ক্যাচ মিস হয়ে যাচ্ছে । অনেক ভেবেচিন্তে টিম ম্যানেজমেন্ট একটা অভিনব উপায় বের করতে বাধ্য হল । সেটা হল- খেলোয়াড়দের সবাইকে লুঙ্গি পরে দৌড়াদউড়ি করতে হবে । গিট ঢিলা রেখে দউড়াতে হবে, লুঙ্গি খুলে মাটুতে পড়ে যাবার আগেই যায়গা মত ধরে রাখাই হল প্রাকটিস, এর ফলে খেলোয়াড় দের reflex হয়ে গেল দেখার মত.........
৩। আমান সাহেবের খুব ইচ্ছা তিনি পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন । কিন্তু স্টার জলসার সিরিয়াল মিস হয়ে যাবে বলে তার স্ত্রী কিছুতেই গ্রামে যেতে রাজি নন । রাগের চোটে আমান সাহেব তার স্ত্রীকে একটা গালি দিয়ে বসলেন । এই গালিটা ২ টা কন্ডিশন মেনে দিয়েছিলেন-
কন্ডিশন নাম্বার ১: গালিটা হল ''গ্রাম-নেগেটিভ'' ।
কন্ডিশন নাম্বার ২: গালিটা তিনি মনে মনে দিয়েছিলেন ।
৪। বাবা : তোমার জন্য সমুচা এনেছিলাম, খেয়ে নিও ।
ছেলে : সমুচা কি, বাবা?
বাবা: অই যে চুলায় গরম করতে দিয়েছি, খেয়ে নিও ।
ছেলেঃ সামান্য সমুচা খাবার জন্য কি চুলায় যাওয়া কি উচিত হবে?
৫ । অনেক সময় অভিযোগ উঠে, নির্বাচনের সময় দলগুলো যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয় না । একচোখা দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রার্থী মনোনীত হয় । আসলে শব্দটাই যখন MONO-NOYON(এক চোখ).........তখন এরকম টা হওয়া বিচিত্র কিছু নয় ।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




