
যে কোন ব্লগের প্রান ভোমরা হচ্ছেন এর ব্লগারগণ। ব্লগারদের ব্লগিয় আচরণের মাধ্যমেই ব্লগের সার্বিক আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। তাই ব্লগ পাতায় চোখ মেলেই টের পাওয়া যায় ঝড়ো হাওয়া আজ কোন দিকে প্রবাহমান।
মূলত নিত্য নতুন তরতাজা ইস্যুকে কেন্দ্র করেই ব্লগিয় ঝড়ো হাওয়ার সুত্রপাত ঘটে। মাঝে মধ্যে কিছু ক্যাচাল পোস্টে বিদ্যুৎ চমকসহ বজ্রপাতমূলক কমেন্টেরও সন্ধান মিলে। ( যাহা নিয়ন্ত্রণে কখনো সখনো মডুরাও হিমশিম খায়)

; তবে হঠাৎ হঠাৎ ব্লগে পড়ে যায় বেশ ভাটার টান; ক্যাচাল নেই, ১৮+ পোস্টের দেখা নেই,

কেমন যেন একটা রুক্ষ রুক্ষ ভাব!! ভারি ভারি পোস্টের ভারে নুইয়ে পড়া ব্লগপাতা দেখে মনে হয় - সুশীল পোস্টের রাজ্যে ব্লগ সুশীলময়। এ সময় ব্লগপাতা ঝিমিয়ে থাকে কুনোব্যাঙের শীত নিদ্রার মত। এ ধরনের নির্জীব ব্লগিয় আবহাওয়ায় প্রান ফিরে আসে যদি ব্লগারদের নিয়ে কোন পোস্ট ব্লগ পাতায় দেখা যায়। এই যেমন কমেন্ট প্রাপ্তির ভিত্তিতে জনপ্রিয় ৫০ নারী/পুরুষ ব্লগার কারা, সেরা ৫০ ফালতু ব্লগারের তালিকা, ব্লগারদের নাম দিয়ে লেখা চিঠি পোস্ট, লাব্লা-লাব্লা…….।
আপনি ভাবছেন আমিও ব্লগারদের নিয়ে কোন পোস্টের ফন্দি আঁটছি কিনা ? আগেই বলেছি ব্লগের প্রান ভোমরা ব্লগাররা। তাই তাদের নিয়ে পোস্ট আসাটা স্বাভাবিক। কিন্তু ব্লগে ভিলেন কারা? তাদের নিয়ে কি কারো মাথা ব্যাথা নেই? অবশ্যই আছে। কাউকে যদি জিজ্ঞেস করা হয় ব্লগের ভিলেন কারা, আমার ধারণা অনেকেই বলবেন- মডুরা। কারন মডুদের দিকে তির্যক মন্তব্য ছুঁড়ে অনেক ব্লগার বেশ আত্মপ্রসাদ লাভ করেন।

যেখানে ব্লগে ২/৩ টা পোস্ট পড়ে মন্তব্য করতেই আমার দুই চোখে জ্বালা পোড়া শুরু হয়ে যায় ( যদিও এসব উপেক্ষা করে ব্লগে দীর্ঘ সময় কেটে যায় অজান্তে) সেখানে কত শ্রম আর ধৈর্যের পরিচয় দিয়ে মডুরা স্কুল পড়ুয়া সুবোধ বালক-বালিকার মত সকল পোস্ট পড়ে তা থেকে বেছে বেছে পোস্ট নির্বাচিত করেন, ভাবতেই তাদের স্যালুট দিতে ইচ্ছে হয়। অথচ মাঝে মধ্যে কেউ কেউ নির্বাচিত পাতার প্রশ্নে সমালোচনার তীর ছুঁড়ে মডুদের একেবারে ঝাঁজরা করে দ্যান। কিন্তু তাতে কি? মডুরা থাকেন ইস্পাত- কঠিন বর্ম দ্বারা সুরক্ষিত!! সমালোচনার তীর তাদের কেশাগ্র স্পর্শ করতে পারেনা।( বরং ইহা মডুদের ওয়াচ/ব্যান লিস্টের তালিকাকে দীর্ঘ করে মাত্র);

ব্লগে সমালোচনার জবাবে মডুরা টু –শব্দটি করেনা পাছে মডুত্ব প্রকাশিত হয়ে যায়। এ কারনে আমার নিকট মডু মানে কোন মহামানব/মানবী। স্বভাবতই তাদের সম্পর্কে ব্লগারদের আগ্রহ প্রবল। আজ তাই একটু জানার চেষ্টা করি কারা হতে পারে সামু ব্লগের মডু কিংবা নির্বাচক? আমার এ ক্ষুদ্র ব্লগিয় জীবনে আমি একজন সর্বজন স্বীকৃত মডুকেই জানি, তিনি হলেন- অন্যমনস্ক শরৎ। কিন্তু সামুর এ বিশাল রাজ্য তার পক্ষে একা সামলানো চাট্রিখানি কথা নয়। তাহলে আর কারা আছেন যারা অন্তরালে চালিয়ে যাচ্ছেন মডুর কাজ? আমরা সম্ভাব্য মডুদের একটু চিনতে চাই, জানতে চাই( কোন বিশেষ কারন নেই, এমনি এমনি কিংবা একটা স্যালুট দেওয়ার জন্য); আমার আরও দুইজনকে মডু হিসাবে যথেষ্ট সন্দেহ হয় তাদের নাম দিচ্ছি ; বাকীটা আপডেট করবেন আপনারা। ইতস্তত না করে জানিয়ে দিন কাকে আপনার মডু বলে সন্দেহ হয়। আমার সন্দেহ তালিকার প্রথম ২জন হলেনঃ
(
১) এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা
(২) আরজু পনি
আপনাদের আপডেটের অপেক্ষায় থাকলাম।
আপডেটঃ
(৩) আশিস
(৪)
কুনোব্যাঙ (বীথি ও হইবার পারে, কারন চুপে চুপে পোস্ট পড়ে চলে গেছে, কমেন্ট করে নাই। নাকি নাম না দেখে মন খারাপ করছে!!

)
(৫)
আমিনুর
(৬)
কাণ্ডারি অথর্ব
(৭) মামুন রশিদ
(৮) একজন আরমান
(৯) কাল্পনিক ভালবাসা
সন্দেহভাজন মডুদের চেয়ে মডু হতে আগ্রহীরা সংখ্যা গরিষ্ঠ মনে হচ্ছে। তাই এখন বাধ্য হচ্ছি আলাদা লিস্ট করতে। এ লিস্টের নাম ঃ
কে হতে চায় সামুর মডু ?
(১) শাহ আলম বাদশাহ
(২) জুলকারনাই১৯৬৭
(৩) অন্ধকারে একজন
(৪) এক্সপেরিয়া
(৫স্বপ্নবাজ অভি
(৬) খাটাস
(৭) স্নিগ্ধ শোভন
(৮) সুমন কর
(৯) আমি তুমি আমরা
(১০) আরজুপনি ( ইনি মডু হয়েও মডু হওয়ার ইচ্ছা পোষণ করেছেন< আমিও তাই ত্যালা মাথায় ত্যাল ঢালার মত নাম উঠিয়ে দিলাম আগ্রহী লিস্টে)
(১১) সেলিম আনোয়ার
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১