রাত তখন ৯:৪০ কি ৪১ বাজে তখন আমি বাইরে ছিলাম । কারণ আমি বাড়ির বাইরে ছিলাম কারেন্ট চলে যাবার পর থেকে .। আমি বাইরে যাবার পর বড় আপুর বুদ্ধিতে মা বাবা আর আপু মিলে খাট সরানোর কাজে লেগেছিল .। মা এর কোলে ছিল আপুর দেড় বছরের ছেলে । এমন সময় অনাকাঙ্খিত ভাবে খাটের সামনের বড় অংশটা মা এর উপর পড়ে । তখন আপুর ছেলেকে আড়াল করতে গিয়ে নিজে আর ওটা ঠেকাতে পারেন নি .। মা এর মাথায় পড়ে ওটা । আমার মা এমনিতেই দুর্বল হয়ে গেছেন অনেকটা আর কিছুদিন ধরে অসুস্থও ছিলেন ।
তারপর কপালের একপাশে অনেকখানি কেটে গেছে । আমি এসে দেখি রক্তের ফোঁটা বারান্দায় পড়ে পা রাখার জাইগা নাই । আর ছোট মনি টা অনেক কান্না করছে মা এর কোলেই । আপু পাশে দাড়িয়ে আছে , বাবা একটু দুরে আর মা কপালে হাত দিয়ে দাড়িয়ে আছে .। কারও মুখে কোন কথা নেই । সবাই কেমন যেন নির্বাক হয়ে আছে . । তারপর আমি এসে মা কে ধরে বসিয়ে দিলাম মেঝেতে । আর রক্ত বন্ধ করার জন্য টিসু পেপার হাতের কাছে ছিল ওটা দিয়ে চেপে ধরলাম । বাবা কে বকা দিলাম ডাক্তার কে কল না করে দাড়িয়ে থাকার জন্য . । আপুর ছেলেকে তার কোলে দিয়ে দিলাম কান্না থামাবার জন্য ।
একটু পরে ডাক্তার আশা পর্যন্ত আমি মা কে ধরে বেড এ এনে শুইয়ে দিলাম । ততক্ষণে মা এর শরীর ঠান্ডা হয়ে এসেছে আর সেই তখন থেকেই কাঁপছে . । ডাক্তার এসে ৩টা সেলাই দিয়ে গেল .। সেই দৃশ্য যে কেমন তা বোঝাতে পারবো না .। ২টা ইনজেকশন করে দিয়ে গেল .আর কাল সকালে আরও একটা দিবে এবং সেলাইন দিবে ...
আমার মা কিছুক্ষন আগেও আমার কাধে মাথা রেখে শুয়ে ছিল .। আমি মা কে ঘুম পাড়িয়ে দেবার চেষ্টা করছিলাম .। আমি আমার মা কে অনেক বেশি ভালবাসি , মা এর কিছু হলে আমি মনে হয় পাগল হয়ে যাব ..
আমি তার সামনে কি ভাবে যে কান্না আটকিয়ে ছিলা তা বলতে পারবো না । পরে বাথরুমে গিয়ে অনেক কান্না করেছি.।
আপনার দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় .. ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




