
সব সময় প্রতেকটি মাকে মনে রাখতে হবে একজন শিশুর জন্য তার মায়ের বুকের দুধের বিকল্প আর কিছু হতে পারে না ।

দেখুন ঊপরের ছবি দুটোতে একজন মা তার শিশুটিকে কত যত্ন করে বুকের দুধ খাওয়াচ্ছেন। এক দিন আপনাাকে আমাকে আমাদের সকলকে এভাবে মায়ের বুকের দুধ পাণ করে ছোট বড় হতে হয়েছে ।
আজ সন্তান বড় হওয়ার পরে অনেক সন্তান তার মাকেও ভুলে যাায় আমাদের এই সমাজে এরকম অনেক খারাপ সন্তান আছে ।


উপরের ছবি দুটো দেখুন তারা বিদেশি হলেও কিন্তু তারা মা ।
তাই তারাও তাদের সন্তানের প্রতি সঠিক দায়ত্ব ও কতব্য পালন করছেন ।



দেখুন উপরের ছবিগুলোতে একজন মায়ের তার সন্তানের প্রতি তার স্পর্স ও ভাল বাসা ।

এইযে মায়েরা আপনেরা মনে হয় ভুল করছেন একটু ভেবে দেখুনতো আপনার সন্তানের ছয় মাস পূর্ণ হয়েছে কিনা ছয় মাস পূূর্ণ হহওয়ার আগে কোন শিশুকে বুকের দুধ না খাওয়ানোতা ঠিক না ।
এ সময় শিশুর জন্য মায়ের বুকের যথেষ্ঠ এবং খুবই উপকারী ।

মা আপনেও ভুল ককরছেন । আপনার শিশুটিকে আপনার বুকের দুধ খাওয়ানন ।



আপনার শিশুর ছয় মাস পূর্ণ হলে তাকে চাইলে আপনি বুকের দুধের পাশ্বে অন্য খাবার বলতে যেমন শাক সবজি ডাল ও মাছ মাংস ডিম দিয়ে খিচুড়ী রান্না করে খাওয়াতে পারেন ।
এবং ফলের জুস বানিয়ে খাওয়াতে পারেন ।
দয়া করে বাজার থেকে গুড়ো দুধ কিনে এনে তা শিশুকে খাওয়াবেন না । শিশুর জন্য মায়ের বুকের দুধের বিকল্প আর কিছু নেই
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




