কেও ভুল বুঝবেন না আমি আসলে যে ছবিগুলো দেখি তার মধ্যে যে ছবিগুলো আমার কাছে ভালো লাগে সেগুলই আপনাদের মাঝে শেয়ার করি ।
এইযে এবার এই ছবি গুলো পুরনো হলে দেখে ভালো লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম এবং সময় করে পারলে আপনেরাও দেখে নিবেন ।
প্রথমে দিলাম লালসালু ছবিটি অনেক আগের পুরনো দিনের কাহিনী দেখে ভালো লাগলো তাই আপনারা যারা দেখেন নাই তারা দেখে নিন । আসা করি মজা পাইবেন।
২য় ছবিটা আমি কয়েক বার দেখেছি এটা একটা গোয়েন্ডা টাইপের ছবি দ্বীীপু নাম্বার-২ । আসা করছি যারা দেখন নাই এই ছবিটা দেখলেও ভালো লাগবে ।
তিন নম্বার ছবিটা যুদ্ধের উপরে নির্মিত করা বাংলা গেরিলা ছবি ।
ছবিটা আমার কাছে ভালো লাগছে । হয়ত দেখলে আপনাদের কাছেও ভালো লাগতে পারে।
এটা মেডিন বাংলাদেশ ছবি এই ছবিটি ফুটিয়ে তুুলছে আমাদের দেশের চলমান অবস্থান ।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




