কিছু কইতাম
আমি না পারতাম
যতদিন দুঃখ আছে কপালে
নিরবে দেখতাম
আর ওই সব নিরবোধদের স্বাগতম জানাতাম
তোমাদের মতো বেকুপদের জানাই স্বাগতম
পাঠা খাইতে খাইতে হইয়া গেছে কেমন জানি লাঠা লাঠা
তাই তোমাদের মনও হইয়া গেছে পাঠা পাঠা।
তোমাদের জন্য প্রয়োজন এখন একনম্বর নারকেল শলার ঝাঠা ।
ধর্ম ক্যাচাল খাওয়া ক্যাচাল
তাদের সব কথাই লাগে আজ রসে ভরা ঝাঁল ।
এ দেশের ঘৃর্ণ রাজনীতি যতদিন শেষ না হবে ততদিন চলবে জাত নিয়ে এই ভেদাভেদ ।
আজ মোরা শিক্ষিত নামের অশিক্ষিতের ক্ষেত ।
জাতির আছে রাজনীতি শিক্ষার অভাব
তাইতো তাদের মধ্যে চলে দিন দিন নতুন নতুন ভীমরতির ভাব
দিন দিন হচ্ছে তাদের নিয়ম নীতি খারাপ
এটাই বুঝি তাদের ধর্ম এটাই বুঝি তাদের রাজনীতি স্বভাব ।
আইজ ধর্ম কাইল খাওয়া
তাদের এখন দরকার উপযুক্ত শাস্তি উপযুক্ত শিক্ষা পাওয়া ।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



