আমার অ্যালকোহলের প্রয়োজন পড়ে না।
চুমোটি যদি হয় অসমাপ্ত; তখন আমার
শরীরে বাসা বাঁধে নিকোটিনপরী

তুমি যদি একবার বলো ‘ভালোবাসি’
তাহলে তিনটি শীতের বছর
কম্বলবিহীন উষ্ণতায় পার করে দিতে পারি
আর, তুমি যদি ভালো নাই বাসো
তবে আততায়ীর হাতে খুন হয়ে যেতে
আমার মোটেও আপত্তি নেই
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




