আর মাত্র ৭০ থেকে ৭৫ দিনের মধ্যেই কুরবানীর ঈদ।
কিন্তু গরু,ছাগল,উট,মহিষ অ্যানথ্রক্স আক্রান্ত
মাননীয় পশু সম্পদ মন্ত্রী, আপনি কি এখনি এ বিষয়ে ব্যবস্থা নিবেন ? নাকি বিদ্যুতের মত ' ধীরে চল নীতি ' অবলম্বন করবেন ? বিদ্যুতের চেয়ে ভয়াভহ অবস্থার সম্মুখিন হতে যাচ্ছে দেশ।
বাংলাদেশে এবার কুরবানীর পশুর হাট বসবেনা, এটা ভাবা যায় ?
রাস্তায় রাস্তায় এমন কুরবানী এবার দেখবনা ?
আপনাদের মত লোকজনত বুঝলেনই না / অথবা আপনাদের বুঝতে দেওয়া হচ্ছেনা - দেশে বিদ্যুতের সমস্যা আছে। আপনাদেরত বিদ্যুত যায় না। হচ্ছে হবে করে প্রায় অর্ধেক সময় পার করে দিলেন আপনারা।এখনও বিদ্যুতের বিষয়ে কোন টেন্ডার পর্যন্ত দিতে পারেন নি।কি করবেন তা বুঝা হয়ে গিয়েছে
কিন্তু অ্যানথ্রক্স নিয়ে হেলাফেলা করবেন না। কুরবানীর পশু না হলে- আপনারা আমরা কেউই কুরবানী দিতে পারব না। বউ - ছেলেময়েদের তোপের মুখে পরবেন।এটা এড়াতে পারবেন না।
অ্যানথ্রক্স মুক্ত করা না গেলে-হাস মুরগী দিয়ে কুরবানী হয় কিনা- ভাবুন।
আলেম সমাজের সাথে বসুন। কিছু একটা ত করতে হবে।
মানুষ যদি এবার কুরবানী দিতে না পারে- তা হলে এই ধারনা সাধারন মানুষের মধ্যে বদ্বমুল হবে- আ:লীগ সরকারে গেলে, দেশে আল্লার গজব আসে।
কথাটা হেসে উড়িয়ে দিবেন না।
------------------------------------------
আসেন একটু ফান করি-
অন্যান্য সব দেশের তুলনায় আমরা অ্যানথ্রক্স মুক্ত করতে পারব সবার শেষে।কারন আমরা একটু পরে শুরু করি সবকিছু
কুরবানীর বাকি নাই বেশিদিন। পশু আমদানী করন লাগব।
কিন্তু হিন্দুস্তানের গরু আমদানী করন যাইব না
এমনিতেই আপ্নেরা দেশ বেইচ্চা দিসেন,করিডোর দিসেন,লোন নিসেন।
আমাদের মুসলিম ভ্রাত্রিপ্রতিম ( যাহারা আমাদের মিসকিন কহে,যাহারা আমাদের ভ্রাতা ভাবে না ) দেশ হইতে বা অন্য কুন দেশ হইতে উহা আনুন।
উট আনা যায়
আনা যায় দুম্বা
এই টাইপের গরু আমদানি করবেন।সব কিছুতেই একটু নতুনত্ব চাই
ফ্যাশনেবল
হাসিমাখা মুখের
এই টাইপের ছাগল আমদানী করবেন।
ফ্যাশনেবল
হাসিমাখা মুখের
কিন্তু খবরদার , এদের আনবেন না। এরা খুবই দুষ্ট
এই দুষ্ট গরু আনলে প্রুবলেম আছে
এই টাইপের ছাগল গুলানও খুব দুষ্ট
আর যদি একান্তই অ্যানথ্রক্স মুক্ত গরু ছাগল না পাওয়া যায়
হাস মুরগীতো আছেই
ইহা নিতান্তই একটা ফান পুষ্ট। দয়া করে কেউ এটাকে রাজনীতির সাথে মিলাবেন না।সমস্যাটা ব্যপক। যা হাসির মাঝে বুঝিয়েছি।
=====================================
@@ আসুন আমরা এবারের কুরবানীতে - আমাদের সমস্ত লোভ, লালসা,বিভেদকে কুরবানী দিয়ে- নিজেদেরকে আসল মানুষ বানাই।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



