সামু ব্লগে আসার পর দেখি অন্যান্য ব্লগের চেয়ে এখানে ব্লগারদের বাক স্বাধীনতা অনেক বেশি .।
তাই তো অনেকেই সৃষ্টির সেরা জীব মানুষকে বিভিন্ন ধরনের নিকৃষ্ট জাতের জীবের সাথে তুলনা করে । এবং অত্যন্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করে ।
অনেকেই আবার নিজেদের নাস্তিক বলে পরিচয় দেয় এবং পবিত্র গ্রন্থ আল-কুরআন ও ইসলাম ধর্ম নিয়ে এমন কি আল্লাহু তাআলা কে ও তার প্রিয় রাসূলুল্লাহ (সাঃ) কে অবমাননা করে কথা বলে .।
এবং আমি এটাও দেখেছি যে এই সব কথা বা কাজের বিরুদ্ধে কোন কথা বলতে গেলে অনেকেই মডুদের চোখে খারাপ হিসেবে বিবেচিত হয় । এবং তাদের ব্লগার হিসেবে পদের অবনতি হয় ।
আমরা যারা ব্লগ লিখি তারা সবাই হয়তো মুটামুটি ভাল শিক্ষিত । তাহলে কেন এমন আচরণ ???
আর মানুষের মস্তিষ্ক হচ্ছে সুপার কম্পিউটারের থেকেও বেশি শক্তিশালী । সেই মানুষকে আমরা কেন ঐ সব প্রাণীর সাথে তুলনা করে ছোট করছি ..???
আমরা কি নিজেও ছোট হচ্ছি না ..???
আর যারা নাস্তিক হিসেবে নিজেদের পরিচয় দেন . পবিত্র আল-কুরআন কে অবমাননা করেন ইসলাম কে ছোট ভাবেন তাদের উদ্দেশ্যে বলছি ..
ইহুদী সম্প্রদায় বা আমেরিকা, ইংল্যান্ডের মানুষ বিধর্মী হলেও তারা এই মহা গ্রন্থকে সব থেকে বেশি সম্মান দেই । তাদের এবং বিশ্বের বড় লাইব্রেরি অক্সফোর্ড এবং কেমব্রিজে ১ নম্বর বই বা পুস্তক হিসেবে রাখা আছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল-কুরআন ।
ঐ সব উন্নত দেশের ইহুদী সম্প্রদায়ের চেয়ে আমাদের দেশের নাস্তিক গুলো কি অনেক জ্ঞানী ???
আর একটা কথা আপনাদের ডারউইন কি ময়ুরের পেখম দেখে কি বলেছিল তা আপনাদের জানা আছে । না থাকলে জেনে নেবেন । এবং সে মৃত্যুর আগে কার কাছে ক্ষমা চেয়েছিল এটাও জানবেন ..।
মানুষ কে মানুষ হিসেবে দেখবেন জানোয়ার নয় ...............
সবাই ভাল থাকবেন .........।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




