
বিখ্যাত চীনের প্রাচীর
চীনের রাজধানী বেজিং এর সামার প্যালেস দেখে ফেরার পথে ক্যাব এর জন্য দাড়িয়ে আছি।হঠাৎ খেয়াল করি ট্যক্সির লাইনে দু একটা প্রাইভেট কারও আছে। তাদেরকে নেয়ার জন্য অনেক অনুরোধ করার পর ক্লান্ত আমরা শেষ পযর্ন্ত একটাতে উঠে বসলাম। হাসিখুশি চালকটি নিজের গাড়ি চালাতে চালাতে ইংরাজীতে অনেক গল্প করছিল, আমদের পথের ধারের বিভিন্ন উল্লেখযোগ্য স্হান চেনাচ্ছিল। আমরাও খুশী যাক একটা সোফার কাম গাইড পাওয়াতো সোজা নয়।
সে বারবার দুঃখ প্রকাশ করছিল এই বলে যে এসময়টা যানজট বেশী তাই ভাড়া বেশী উঠছে মিটারে, কিন্ত দেখলাম যাবার সময়ের চেয়ে কমই উঠেছে । এরপরই হোটেলের কাছাকাছি এসে চালক হঠাৎ করে গাড়ী থামিয়ে দ্রুততার সাথে জানালো "দেখো মিস্টার আর যাওয়া যাবেনা, কারন এটা ওয়ান ওয়ে রোড"।
ভাড়া উঠেছে ৬৪ ইউয়ান,আমাদের কাছে আছে ৫২ ইউয়ান । তাই ১টা ১০০ ইউয়ানের নোট দিলাম তাকে। লোকটা সাথে সাথেই টাকাটা ফেরত দিয়ে বল্লো 'আমার কাছে ভাংতি নেই তোমাদের কাছে যে ভাংতি টাকা আছে সেটাই দাও।তাড়াতাড়ি কর পুলিশ আসবে '। আমারা খুবই অবাক সাথে আভিভুত হোলাম তার এই ভদ্রতায়। একবার ব্যাংকক এয়ারপোর্টে ১০বাথ কম পরায় আমাদের ৫০০বাথ ভাংতি করতে যে কি পেরেশান হতে হয়েছিল। ড্রাইভার কিছুতেই ১০বাত কম নেবেনা ,বারবার সে আমাদের মিটার দেখাচ্ছিল, পরে ১ বাংগালীভাই আমাদের সে বার উদ্ধার করে।পরে ভিতরে ঢুকে ডিউটি ফ্রীশপ থেকে অপ্রয়োজনীয় জিনিস কিনে তার ১০বাথ শোধ হলো।
যাক রাতে হোটেলের বিল মেটাতে গিয়ে দেখা গেল সেই ১০০ ইউয়ান জাল। কোথা থেকে আসলো ভেবেই আকুল।রাত তখন ১১টা পরদিন সকাল নয়টায় ঢাকাগামী প্লেন, ৭টায় রওনা হতে হবে। ট্যক্সির ভাড়াও এডভান্স দেয়া। রাতে পিকিং ডাক খেতে গিয়েছিলাম সেখানেও টাকা ফেরত আসেনি, যা বিল হয়েছিল তাই মিটিয়ে দিয়েছি।
ব্যংক সবসময় ১০০ইঊয়ানের নোটই দিত।ব্যাংক অব চায়নাতো আর জাল নোট দেবেনা। হোটেলে প্রথমদিনই ১০০ ইউয়ান এডভান্স রেখেছিল, ওটা থেকেও কেটে রাখবেনা, তারা যাবার সময় আমাদের ফেরত দেবে। হাতে আছে ৭৫ইউয়ান আর ডলার ,ক্র্রেডিট কার্ড।হোটেল আমার সাহেবের পাসপোর্টটা জমা রেখে আমাদেরটা ফেরত দিল।এটা তার জন্য খুবই ইজ্জতের প্রশ্ন ! এখন ডলার ভাংগালে বাকী টাকা এই রাতে কোথায় খরচ করবো? আর স্বামী স্র্রী দুজনই ভাবছিলাম এ টাকারো সোর্স কি ?অনেকক্ষন পরে মনে হলো সেই ট্যাক্সি ড্রাইভারের কাজ। ট্রাফিকের ভয় দেখিয়ে দ্রুততার সাথে আমাদের নামতে বলে খুবই দক্ষতার সাথে টাকাটা বদলে দিয়েছিল!!
'
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



