আমরা যারা ব্লগিং করি ( অন্য পেশা ছাড়াও) আর যারা করেনা তাদের মধ্যে একটা সুক্ষ পার্থক্য সব সময়ই দেখা যায়। কেউ হয়তো প্রশংসার চোখে দেখছে কেউবা উন্নাসিকতার দৃস্টিতে, নেই কাজ তো খই ভাজ এমন একটা ভাব ফুটে উঠছে তাদের চোখে মুখে।
গতকাল রাতে আমরা স্বামী স্ত্রী দুজন টিভি তে বিখ্যাত একটি আন্তর্জাতিক ইংলিশ খবরের চ্যনেলে গ্লোবাল ভিলেজ বলে একটা অনুস্ঠান দেখছিলাম। সেখানে অনেকে অংশগ্রহন করছিল, আর তাদের অনেকেরই পেশার (অকুপেশন) জায়গায় লেখা ছিল ব্লগার।
আমি তাকে বল্লাম 'দ্যাখো, এখন থেকে আমাকে ল্যাপটপের সামনে বসতে দেখলে আর ঠোট বাকিয়ে হাসবেনা'
সে আকাশ থেকে পড়ার ভঙ্গী করে বল্লো:
'কি যে বলো! আমি তো তোমাকে নিয়ে রীতিমত গর্ব বোধ করি'
জানি না তার কথা সত্যি না মিথ্যা
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




