![]()
সুর্য রোশনির মাস জুন ।
জানিনা আজ থেকে কত বছর আগে আজ এই দিনে উনি ওনার মা এর কোল আলো করে এই পৃথিবীতে এসেছিলেন। তবে ওনার মা যে একজন সফল পুত্রের গর্বিত মাতা এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। আজ তার সেই পুত্র তাজবীন তথা রামনের শুভ জন্মদিনে আমার প্রান ঢালা শুভেচ্ছা রইলো ।
![]()
![]()
নীলাকাশে এক টুকরো মেঘের মত শান্তিময় হোক তার জীবন।
![]()
মিথুন রাশির মানুষ গোলাপ সুগন্ধি মাসের শুভেচ্ছা।
![]()
![]()
সবশেষে কেক ছাড়া আজকাল আমাদের জন্মদিন কি হয় !
![]()
মা এর হাতে তৈরী সেই পায়েসের যুগ কোথায় হারিয়ে গেছে ।
সামু থেকে হারিয়ে যাওয়া আমার আরেক প্রিয় ব্লগার হুপফুলফরইভার এরও আজ শুভ জন্মদিন ।তাকেও জানাই কেক সহ অনেক অনেক ফুলেল শুভেচ্ছা।
![]()
![]()
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




