আজন্ম আগুনে পুড়ে কোন এক অবোধ রাখাল,
এক ফোঁটা সুখ দাও ! সুখ দাও ! বলেছে তোমাকে।
সে তার প্রথম বলা। (চিরজীবী হোক সে সকাল !)
অঘ্রানের স্বর্ণাভ রৌদ্রে দাঁড়িয়ে বলেছে তোমাকে,
"পেয়েছি সুখের দেখা সাদাসিধে তোমার হৃদয়ে,
( যেখানে এখনো জ্বলে নিরন্তর সুখের সেঁজুতি)
আমার জীবনে যদি কোনদিন সূর্য আসে ক্ষয়ে
ধূসর গোধুলী নামে, আলো দেবে তোমার সেঁজুতি!"
অথচ কেবল তুমি খুঁজে মরো সুখের বাগান
যেখানে এখনো ওড়ে প্রজাপতি অপার আয়াসে।
দু:খের বেসাতি নেই, নেই কোন হতাশার গান।
চাওনি আসুক কেউ যারা শুধু দু:খ নিয়ে আসে।
সুখের আশায় তুমি দু:খ ছেড়ে পালাতে চেয়েছো।
বারংবার প্রশ্ন জাগে, অনামিকা, সুখ কী পেয়েছো ?
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



