নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন বংশোদ্ভূত বৃটিশ কবি টি.এস.এলিয়ট তাঁর ওয়ার্ল্ড ক্লাসিক ''ওয়েস্ট ল্যান্ড"' কাব্য শুরু করেছিলেন এভাবে-
''এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ"'
এপ্রিল মাসে বৃটিশ আবহাওয়া যে রুদ্রমূর্তি ধারণ করে এটা তারই বিশ্বখ্যাত বয়ান।
বাংলাদেশের ইতিহাসে আগস্ট মাসটি বারবার রুদ্ররূপে দেখা দিয়েছে। বারবার আমাদের জাতির ইতিহাস নির্মাতাদের আমরা হারিয়েছি বিভিন্ন বছরের আগস্ট মাসে। আগস্টে হওয়া এসব ক্ষতি আমাদের জন্য মহাক্ষতিরূপে দেখা দিয়েছে ।
কালানুক্রমিকভাবে সেই নি:স্বতার তথ্য পেশ করলাম সুধীজনের সামনে।
১) ১১ আগস্ট ১৯০৮- এদিন বৃটিশ বিরোধী বিপ্লবী ক্ষুদিরাম বসু (ফাঁসিতে) মৃত্যু বরণ করেন।
২) ৭ আগস্ট ১৯৪১- নোবেল জয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জোড়া সাঁকোর নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
৩)২০ আগস্ট ১৯৭১- বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিয়ুর রহমান মৃত্যু বরণ করেন।
৪) ১৫ আগস্ট ১৯৭৫- বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। ( প্রবাসী দুই কন্যা ব্যতীত)
৫) ২৯ আগস্ট ১৯৭৬- জাতীয় কবি (বিদ্রোহী কবি) কাজী নজরুল ইসলাম মৃত্যু বরণ করেন।
৬) ২ আগস্ট ১৯৮৭- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী মৃত্যু বরণ করেন।
৭)১৭ আগস্ট ২০০৬- তিরিশোত্তর বাংলা কবিতার অন্যতম প্রধানকবি শামসুর রাহমান মৃত্যু বরণ করেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




