তিরিশোত্তর বাংলা কবিতার অন্যতম প্রধান কবি পুরুষ শামসুর রাহমানের তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ। ২০০৬ সালের এই দিনে কবি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজীবন স্বাধীনতার চেতনা ও অসাম্প্রদায়িকতার প্রতি একনিষ্ঠ এই কবি ১৯৫০এর দশকে কাব্যচর্চা শুরু করেন। মূলত: নাগরিক চেতনার কবি তাঁর শক্তিশালী লেখনীতে বাংলা কাব্যকে সমৃদ্ধ করে গেছেন। দেশাত্মবোধক কবিতায় তিনি অনন্য সৌন্দর্য যুক্ত করেছিলেন। স্বাধীনতা তুমি, তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা,আসাদের শার্ট এসব কবিতা সবার মুখে মুখে ফেরে এখনো।
১৯৬০ সালে প্রথম কাব্য গ্রন্থ ''প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে'' প্রকাশিত হয়। তাঁর অন্যান্য কাব্যের মধ্যে উল্লেখযোগ্য রৌদ্র করোটিতে,বিধ্বস্ত নীলিমা,নিরালোকে দিব্যরথ,আদিগন্ত নগ্ন পদধ্বনি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, বন্দী শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,প্রতিদিন ঘরহীন ঘরে, যে অন্ধ সুন্দরী কাঁদে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ ইত্যাদি। কবিতা,উপন্যাস,ছোট গল্প,প্রবন্ধ,শিশুতোষ মিলে তাঁর গ্রন্থ শতাধিক।
তাঁর কবিতার সংখ্যা সহস্রাধিক।
স্বাধীনতা পুরস্কার,একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, আদমজী পুরস্কার, জীবনানন্দ পুরস্কার,পদাবলী পুরস্কারসহ তিনি অনেক পুরস্কারে ভূষিত হন। রবীন্দ্রভারতী ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মান সূচক ডিলিট উপাধী প্রদান করেছে।
কবিকে মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানাই।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




