নৈঃসঙ্গ
হঠাৎ আগুনে পুড়ে ছাই হলো হাত !
হায় হায় করে ওঠে পাড়া-প্রতিবেশী
সেবক হাতের চেয়ে হা-হুতাশ বেশি
বেদনায় নীল হয়ে কাটে কাল রাত।
ভোরে শুরু সমব্যথী মুখের প্রপাত
গুমরে কাঁদার ঘায়ে ফোলে নানা পেশী
যেমন কবরে কাঁদে বিধবা সুকেশী
দহনে নিদান নাই জীবন বেহাত।
দেখার অতীত যেই নীরব দহন
সেখানে আসে না কেউ দেখার আশায় !
শুভেচ্ছা বাণীর ভার করে না বহন
তরীর মালিক তরী একাই ভাসায়।
যতোই পরাণে সখী বাজুক সানাই
জীবন-বাণিজ্যে কোন ভাগীদার নাই !
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




