ক্যামেরা আর অডিও সিষ্টেম (গান শোনা ও গান রেকর্ড করার যন্ত্র)। খুব শখের দুটো মাধ্যম। একটা ইচ্ছেমতো ছবি তোলার যন্ত্র আর একটা ইচ্ছেমতো গান শোনা আর গান রেকর্ড করার যন্ত্র। দুটোই সৌখিন, সফিস্টিকেটেড এবং হাইলি প্রিসাইজড্ যন্ত্রপাতি। আমার একটা ঘর ছিল তখন ইলেক্ট্রো-মেকানিকাল আর ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতির মিলনস্থল। দুটো মাধ্যমেই আমার ছিল অবাধ যাতায়াত এবং অসহ্য রকমের দূর্বলতা। ক্যামেরা এবং ইলেক্ট্রনিক্স একসময় আমার কাছে ছিল সবচাইতে শখের ও আকর্ষণের জিনিস।
আমি জানি সবার কাছেই মা-বাবা, বউ-সন্তান সবচেয়ে প্রিয় ও আপনজন। পরিবাবের প্রতি মানুষের টান থাকে বেশী। কিন্তু আমার টান ছিল ক্যামেরা ও ইলেক্ট্রনিক্সের উপর। অন্তত বিয়ের পর অনেক বছর পর্যন্ত এই শখ চরম পর্যায়ে ছিল।
সারা রাতদিন বলতে গেলে ওগুলো নিয়েই পরে থাকতাম। শখ বাদ দিলেও অসম্ভব রকমের দুর্বলতা আর ভালবাসা জন্মেছিল এই দুটো মাধ্যমের প্রতি। আস্তে আস্তে সেই শখ কমতে থাকে। কারণ এরকম দুটো এক্সপেন্সিভ শখ পূরণ করার মতো সাধ্য আমার মতো মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া মানুষের পক্ষে বেশ খরচ ও কষ্টসাধ্য ব্যাপার ছিল।
ফটোগ্রাফী করে বা স্টুডিও করে বা গান রেকর্ডিং করে অর্থ উপার্জনের ব্যাপারটা কখনও মাথায় আসেনি। আসলে হয়তো সংসারের চিত্রটা অন্যরকম হতো। তবুও এই শখ পূরণে পিছ পা হইনি। 92 সালের পর থেকে সেই শখে ভাল রকমের ভাটা পরে। এখন সেই শখ আর নেই বললেও চলে। চলবে-
ছবি ঃ নারী ও প্রকৃতি
(বিভিন্ন সময়ে শখের বশে তোলা আমার কিছু ছবির সংগ্রহ থেকে)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




