পয়েন্ট আকারে আমি কিছু ব্যাক্তিগত প্রশ্ন ব্লগারদের করতে চাই।
১। স্বাধীনতার ৪২ বছর পরে কি স্বাধীনতা এসেছে?
২। ধর্মই কি মানুষ কে বেশি হিংস্র করে তুলছে না? যেখানে ইসলাম শান্তির ধর্ম।
৩। দেশের এই অরাজক পরিস্থিতির জন্য কে আসলে দায়ী? প্রজন্ম চত্বর অথবা জামাত-শিবির?
৪।স্বাধীনতার ৪২ বছর পর রাজাকারদের বিচার করা কতটুকু যুক্তিযুক্ত? যেখানে তারা বাচবে আর ৫-৬ বছর। বয়স্ক হবার কারনে যেখানে নিজামি এবং গোলাম আযম কে ফাঁসি দেয়া সম্ভব নয়।
৫।প্রজন্ম চত্বর কেন আওয়ামী লীগ এর ক্ষমতা তে যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহ্রত হবে?
আমি একজন নিরপেক্ষ ব্লগার হিসেবে সবার কাছে এই প্রশ্নের উত্তর দাবি করি।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


