★★-----★★★★ (পুরানো ডাইরীর পাতা থেকে)

রূপসী রাঙা মেয়ে,
ভালবাসার কথা শুনাতে এসেছো?
এই নির্জনে।
অন্তরে বিষের অনল জ্বলছে
দাউ দাউ করে!!!!
যে বিষ পান করে আমি--
তিলে তিলে নিঃশেষ হতে চলেছি,
সে বিষ আবার পান করাতে এসেছো?
জানো নাকো তুমি---
ভালোবাসা বয়ে চলছে
দুঃখের সাগর হয়ে নিরবধি।
তাইতো,
এই অধ্যায় থেকে--
আজ দুরে সরে থাকি।
অভিমান নয় তা,অভিযোগ ও নয়,
বাস্তবতা থেকে বলছি।
"রহমান লতিফ "
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




