আজ আমার মেয়েকে নিয়ে ঘুরে আসলাম শাহবাগ মহাসমাবেশ থেকে। সকাল ১১টা থেকে শেষ বিকাল পর্যন্ত।
আমার মেয়ে আসতে চাচ্ছিল না। কিন্তু রাতে প্রয়োজনীয় কিছু কাজ থাকায় ফিরতে হলো।
নতুন প্রজন্মের নতুন উচ্চারনে কিছুক্ষন পর পরই “জ়য় বাংলা” শ্লোগানে প্রতিধ্বনিত হচ্ছিল শাহবাগ চত্ত্বর। চার দিন থেকে ক্রমাগত ভাবে প্রতিবাদ আর শ্লোগানে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে আয়োজকদের সাথে সাথে যে যেখানে আছে সবাই।
আজকের এই মহাসমাবেশ নতুন ভাবে ভাবতে শেখালো সবাইকে।
সোনার বাংলা গানটি দিয়ে দুপুর ৩ টায় মুল সমাবেশ শুরু হয়েছিল।চারিদিক থেকে দলে দলে শিক্ষিত সমাজ ( পয়সা দিয়ে যাদের কোনো মিছিলে বা মিটিং এ যাওয়ার জন্য কেনা যায় না ) গোটা চত্ত্বর জুড়ে ছিল।
আমরা বের হবার সময় ২ মিনিটের হাটা পথ বের হতে এক ঘণ্টা লেগে গিয়েছিল। কোন অনিয়ম হয়নি।
বিশাল ক্যনভাস জুড়ে সাক্ষর নেওয়া হচ্ছে যা ৭১ প্রজন্ম পরিচালনা করছে। এ এক বিশাল কর্ময়জ্ঞ। দলে দলে সব বয়সের মানুষ যোগ দিয়েছে। তিল ধারনের ঠাই ছিল না বলা চলে। যেখানেই তাকানো যায় শুধু লোকে লোকারন্য।
জাফর ইকবাল স্যারের আসার ঘোষনায় পুরা চত্তর শ্লোগান আর করতালি মুখরিত করে তুলেছিল দলে দলে নতুন প্রজন্মের সাথে সাথে সকল শ্রেনীর লোক । আমি তখন হুমায়ুন আহম্মেদকে স্মরন করছিলাম। উনি থাকলে না জানি কি খুশি হতেন। জাফর ইকবাল স্যার তার অত্যন্ত সুন্দর মনকাঁড়া বক্তব্যের শুরুতে স্বাধীনতা কামী বাঙ্গালী প্রজন্মের জন্য বললেন। ফেইস বুকে লাইক দেওয়া ছাড়াও যে নতুন প্রজন্ম এভাবে রুখে দাড়াতে পারে সেই সম্পর্কে।
“তোমরা আমাকে ভুল প্রমানিত করেছো” ।
তোমরা প্রয়োজনে অনেক কিছু করতে পার। ওনাকে খুশি করতে পেরে পুরো স্বাধীনতা প্রজন্ম চত্বরের সবাই একাত্ব হয়ে করতালির মাধ্যমে সেই খুশী প্রকাশ করেছিল।
আনিসুল হক বললেন “মাঠ ছাড়বেন না ফাঁসি হবেই।“
শপথ বাক্যে নিন্ম লিখিত ঘোষনা গুলো এসেছে:
যুদ্ধ অপরাধীদের ফাঁসি ছাড়া অন্য কোন রায় গ্রহন করা হবে না।
জামাত শিবিরকে মিডিয়া কর্তৃক বয়কট করুন। এদের কোন কর্মসুচী প্রচার করা যাবে না।
এদের সকল প্রতিষ্ঠান ও অর্থের উৎস বাতিল করতে হবে।
ইসলামী ব্যাংক, ইবনে সিনা, দিগন্ত টিভি, সংগ্রাম বাজেয়াপ্ত করে সেখানে স্বাধীনতার পক্ষের প্রশাসক নিয়োগ করতে হবে।
এদের সকল সভা মিছিল হরতাল প্রতিহত করুন।
শপত বাক্যগুলো হুবহু না হলেও এরকমটাই ছিল। সাথে আরো শপথ বাক্য ছিল। আমি মুল গুলো দেওয়ার চেষ্টা করলাম মাত্র।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




