লেটেষ্ট আপডেটঃ আমি বাংলাদেশে ফিরেই তানভীর সাহেবের খোঁজ নিয়েছি। আল্লাহর রহমতে উনি ভাল আছেন। পর্যাপ্ত রক্তের যোগার হয়েছে। আপনাদের ভালবাসা ও দায়িত্ববোধের প্রশংসা আমি নিজ কানে অবহিত হয়েছি। আপনারা যারা নিরলশ চেষ্টা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
সিটি হসপিটালে আছেন। ডাক্তার আগামীকাল দেখে খুব শীগ্রই অপারেশন করবেন ।
একাত্তর টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজক তানভির আহমেদ এর উন্নত চিকিৎসার জন্য আশি (৮০) ব্যাগ রক্তের জরুরী প্রয়োজন। রক্তের গ্রুপ এবি পজেটিভ। অনুগ্রহ করে সচেতন ও হৃদয়বানরা শীগগিরই যোগাযোগ করুন: ০১৮৪১৭১০০৬৭, ০১৮৪১৭১০১৭৫।
উল্লেখ্য, তানভীর আহমেদ কর্মরত অবস্থায় অফিসের এসি বিস্ফোরনে গুরুতর আহত হন। এতে তার শরীরের ২৭ ভাগ ঝলসে গেছে।
রক্ত দিতে না পারলেও, শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে এই মানবিক আবেদন পৌছে দিন।
আমি এখন দেশের বাহিরে কিন্তু আমার রক্তের গ্রুপ AB+ । আমার ফ্রেণ্ডের মাধ্যমে খবরটা পেলাম তাই আপনাদেরকে জানানো দায়িত্ব বোধ করলাম। ১ জনও যদি রক্ত দিয়ে সাহায্য করেন তবেই এই খবর দেওয়ার সার্থকতা হবে।
আপডেটঃ আমিনুর ভাইয়ের সৌজন্যে
এটা দেখে অনেকে অভূতপূর্ব সাড়া দিয়েছেন। ইতিমধ্যেই তানভীর আহমদের জন্য আমরা ৪০ জনের মতো হৃদয়বান মানুষ পেয়েছি যারা তানভীর আহমেদের জন্য রক্ত দিচ্ছেন। ধন্যবাদ তাদেরকে।
পোস্টটি দেখে অনেকেই আমাদের কাছে দু'টি প্রশ্ন করেছেনঃ
১) রক্ত কি আশি (৮০) ব্যাগ না আট (৮) ব্যাগ? আশি (৮০) ব্যাগ হলে এত রক্ত দিয়ে কি হবে?
উত্তরঃ সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে ৮০ ব্যাগ রক্তই লাগবে। তবে এই ৮০ ব্যাগ একসাথে লাগবে না। ডেইলি কয়েকব্যাগ করে লাগবে। কারণ, আগুনে ঝলসে যাওয়া তানভীর আহমেদের শরীরের ২৭ শতাংশ অংশ রিপ্লেস করতে হবে। এই প্রক্রিয়ায় প্রতিদিন একটু করে মোট আশি ব্যাগের মতো রক্ত লাগবে। তাই, আগ্রহী রক্তদাতাদের লিস্ট করে রাখা হচ্ছে। কারণ, এক মূহুর্তের জন্য চিকিৎসা বন্ধ করা যাবে না।
২) এবি পজেটিভ তো যে কারো রক্ত নিতে পারে, এক্ষেত্রে অন্য রক্তের গ্রুপের কেউ তাকে রক্ত দিতে পারবে কিনা?
উত্তরঃ না নরম্যালি পারলেও এক্ষেত্রে পারবে না । সাধারণত, বিভিন্ন দুর্ঘটনায় এবি পজিটিভ অন্য গ্রুপের রক্ত (এ, বি এবং ও) নিতে পারে। কিন্তু, এক্ষেত্রে যেহেতু, শরীরের সেল রিপ্লেসমেন্ট করা হচ্ছে। সেহেতু, এখানে শুধুমাত্র "এবি পজিটিভ" গ্রুপের রক্তই লাগবে।
একাত্তর টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজক তানভির আহমেদ এর উন্নত চিকিৎসার জন্য আশি (৮০) ব্যাগ রক্তের জরুরী প্রয়োজন। রক্তের গ্রুপ এবি পজেটিভ। অনুগ্রহ করে সচেতন ও হৃদয়বানরা শীগগিরই যোগাযোগ করুন: ০১৮৪১৭১০০৬৭, ০১৮৪১৭১০১৭৫।
উল্লেখ্য, তানভীর আহমেদ কর্মরত অবস্থায় অফিসের এসি বিস্ফোরনে গুরুতর আহত হন। এতে তার শরীরের ২৭ ভাগ ঝলসে গেছে।
রক্ত দিতে না পারলেও, শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে এই মানবিক আবেদন পৌছে দিন।
আমি এখন দেশের বাহিরে কিন্তু আমার রক্তের গ্রুপ AB+ । আমার ফ্রেণ্ডের মাধ্যমে খবরটা পেলাম তাই আপনাদেরকে জানানো দায়িত্ব বোধ করলাম। ১ জনও যদি রক্ত দিয়ে সাহায্য করেন তবেই এই খবর দেওয়ার সার্থকতা হবে।
আপডেটঃ আমিনুর ভাইয়ের সৌজন্যে
এটা দেখে অনেকে অভূতপূর্ব সাড়া দিয়েছেন। ইতিমধ্যেই তানভীর আহমদের জন্য আমরা ৪০ জনের মতো হৃদয়বান মানুষ পেয়েছি যারা তানভীর আহমেদের জন্য রক্ত দিচ্ছেন। ধন্যবাদ তাদেরকে।
পোস্টটি দেখে অনেকেই আমাদের কাছে দু'টি প্রশ্ন করেছেনঃ
১) রক্ত কি আশি (৮০) ব্যাগ না আট (৮) ব্যাগ? আশি (৮০) ব্যাগ হলে এত রক্ত দিয়ে কি হবে?
উত্তরঃ সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে ৮০ ব্যাগ রক্তই লাগবে। তবে এই ৮০ ব্যাগ একসাথে লাগবে না। ডেইলি কয়েকব্যাগ করে লাগবে। কারণ, আগুনে ঝলসে যাওয়া তানভীর আহমেদের শরীরের ২৭ শতাংশ অংশ রিপ্লেস করতে হবে। এই প্রক্রিয়ায় প্রতিদিন একটু করে মোট আশি ব্যাগের মতো রক্ত লাগবে। তাই, আগ্রহী রক্তদাতাদের লিস্ট করে রাখা হচ্ছে। কারণ, এক মূহুর্তের জন্য চিকিৎসা বন্ধ করা যাবে না।
২) এবি পজেটিভ তো যে কারো রক্ত নিতে পারে, এক্ষেত্রে অন্য রক্তের গ্রুপের কেউ তাকে রক্ত দিতে পারবে কিনা?
উত্তরঃ না নরম্যালি পারলেও এক্ষেত্রে পারবে না । সাধারণত, বিভিন্ন দুর্ঘটনায় এবি পজিটিভ অন্য গ্রুপের রক্ত (এ, বি এবং ও) নিতে পারে। কিন্তু, এক্ষেত্রে যেহেতু, শরীরের সেল রিপ্লেসমেন্ট করা হচ্ছে। সেহেতু, এখানে শুধুমাত্র "এবি পজিটিভ" গ্রুপের রক্তই লাগবে।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




