অনুভূতির অনুভবে ছিল শুধুই নিঃসঙ্গতা
তারা জ্বলা ক্লান্ত রাতের ......
ভোরের স্নিগ্ধতা ছুয়ে উজ্জ্বল থেকে ক্রমশ উজ্জ্বলতর হয়ে উঠা যেন।
ইচ্ছে ছিল যুঁই সাদা বৃষ্টির স্নানে তোমার ইচ্ছের রানী হয়ে উঠার
বেলীর মাদকতাময় শহরে
কিন্তু .....
রক্ত রাঙা জবা'তে তোমার মোহ
আমাকে রক্ত জবা হতে শেখাল বুঝি পাখি
হ্যাঁ ,এভাবেই শুরু ঠিক এভাবেই হয়েছিল
আমাদের আমারা হয়ে উঠার কাব্য।
পাঁজর ভাঙার শব্দ শুনি
পূর্ণিমার শেষ আলো টুকু ও চলে যাচ্ছে আমার আঙিনা পেরিয়ে
এক দুই তিন ধাপ গুনে গুনে.........
আকন্ঠ পানের পর ও বিহঙ্গ হয়েছে বিবাগী জোছনা
অন্য কারো স্নানে মেতেছে
আমি না হয় জোনাকি তে ই রই ।
চকিত মুগ্ধ দৃষ্টি ,প্রশয়ের এক টুকরা হাঁসি আর অতলান্তিক ভালোবাসায় পারতে আমার অধিকার নিতে
আর ,আমি শুধু তোমার পদ্ম কোমল হৃদয়ের যত্ন নিতে চেয়েছি আজন্ম ভালোবাসায় ।
উদাসী দুপুরের মায়া তে
আজ ভুলে যাব শৈশবের পাতার বাশীর সূর
নাগরিক কোলাহল আর তোমার দেয়া আঘাত।
শরতের স্নিগ্ধ এই দুপুরে আমি সাদা মেঘ হয়ে ভাসতে চাই
একদিন দেখে নিও
ঠিক একদিন, আমিও ক্লান্তিহীন সাদা মেঘ হব।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






