মহান আল্লাহতায়ালার অশেষ কৃপায় সবার জীবনে বর্ষিত হোক সুখ, সমৃদ্ধি ও শান্তির ফল্গুধারা-
আল-কোরআন-সূরা নং ২২-আয়াত নং ২৮
যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তাঁর দেয়া চতুস্পদ জন্তু যবেহ করার সময়। অতঃপর তোমরা তা থেকে আহার কর এবং দুঃস্থ-অভাবগ্রস্থকে আহার করাও।
হাদীসগ্রন্থ সহীহ মুসলিম শরীফ থেকে অনুবাদকৃত দু'টি হাদিস-
হাদীসগ্রন্থ বুখারী শরীফ থেকে অনুবাদকৃত হাদিস-
১/ জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হুজুর (সাঃ) ঈদের দিন (নামাজ শেষে) বাড়ি ফেরার সময় ভিন্নপথে আসতেন।
(মহান আল্লাহতায়ালা যেন আমাদেরকে আল-কোরআন ও সুন্নাহ জানার, বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, আমীন)
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১২ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


