কিন্তু তাই বলে শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মতাদর্শের কারনে কাউকে ফাসিতে ঝুলিয়ে দেয়াও অন্যায়।
অযথা নাচানাচি করে আর গলা ফাটিয়ে কিন্তু কাজ হবে না। সফল হতে হলে চাই সুস্থ ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সময়োচিত সঠিক পরিকল্পণা।
শাহাবাগ চত্বরে তরুণদের আহ্বানে গঠিত "নিরপেক্ষ গণমঞ্চে" বাদী ও বিবাদী সবাইকে তাদের বক্তব্য দেয়ার সুযোগ দেয়া উচিত।
সাধারণ জনতার কাছে জামাইলীগের মত বামলীগের আসল রূপটা দিনে দিনে ঠিকই প্রকাশ পাচ্ছে-
যতই নাচানাচি করুক, ইসলামের কটাক্ষ ও বিরুদ্ধাচরন করলে জনতার গণমঞ্চে যে এদের ঠাঁই হবে না- তা তারা অচিরেই বুঝতে পারবে।
৭১ এ হিংস্র হানাদারেরা আমাদের সাথী ও স্বজনদের হত্যা ও নির্যাতন করেছিল।
কিন্তু আমাদের প্রাণপ্রিয় এই স্বাধীন ও অসাম্প্রদায়িক বাংলার মাটিতে আজও সবার অলক্ষ্যে প্রতিনিয়ত নিরপরাধ মানব সন্তানদের মেরে কতবার যে মানবজাতিকে হত্যা করা হচ্ছে- তার হিসেব কে রাখে!?
বাংলার মাটিতে এ ধরনের হত্যাকান্ড আর নয়।
মনুষ্যত্বহীন সকল যুদ্ধপরাধী ও খুনিদের সাথে তাদের দোসর ও রক্ষাকারীদেরও অবশ্যই শাস্তি চাই-
সেই সাথে ধর্মহীন নাস্তিকদের মধ্যে যারা ধর্মকে হেয় করার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরও রক্ষা নাই-
ধর্মান্ধ কিংবা ধর্মহীন সমাজ গঠনের নীল-নকশাকারীরা সাবধান তাই-
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




