কিছুদিন আগেসামুতে একটি ব্লগ দেখলাম.. "গং রেইপ @ NSU"
ব্লগটা ১৫০+ কমেন্ট ছিল। ব্লগটি নিয়ে হুজুগে আর লুল ব্লগারা অনেক ব্যস্ত সময় কাটিয়েছিলেন। পরবর্তীতে ব্লগটি সরিয়ে ফলা হয়েছিল। আজকে একই প্রসঙ্গ নিয়ে আরেকটা ব্লগ দেখলাম।
যেই ব্যপারটা নিয়ে ব্লগে এত লেখালিখি হচ্ছে, কেউই কিন্তু এর ক্লিয়ার কোন বর্ণনা দিতে পারেনি। রেফারেন্স দেয়া হয়েছে অমুক বন্ধু, তমুক বন্ধুর মুখ থেকে শুনেছি, তারপর ব্লগে নর্থ সাউথের মেয়েদের নিয়ে দুনিয়ার কুরুচিপূর্ণ মন্তব্য..
আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। গত সেমিন্টার থেকে আমরা বসুন্ধরার নতুন ক্যম্পাসে ক্লাস করছি। কিছুদিন আগের যে ঘটনা নিয়ে হুজুগে ব্লগার রা এতটা উত্তেজিত... আমি যতটুকু শুনেছি ইউনিভার্সিটির বন্ধু-বান্ধব, সিনিয়র ভাই আর ফেকান্টিদের কাছ থেকে..... একটা মেয়েকে কিছু ছেলে হেরেজমেন্ট করে। তারপর মেয়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ ছেলেগুলোকে বহিষ্কার করে। এতটুকুই ঘটনা। কিন্তু পরবর্তীতে আমি ইউনিভার্সিটি বাহিরের লোকদের মুখে এনিয়ে কম করে হলেও একশত কাহিনি শুনলাম...
এক বন্ধু ফোন করে বলল.. কিরে তোদের ইউনিভার্সিটিতে নাকি একমেয়ে রেইপ হইসে, সে নাকি এখন হাসপাতালে। আরেকজন বলে ডিনের মেয়ে নাকি রেইপ হইছে। AIUB র একজন বলে তোদের লাইব্রেরীতে নাকি রেইপ হইছে, সাথের একজন একটু বাড়িয়ে বলে, সাথে নাকি মামারাও ছিল। তারপর ব্লগে যা হল তাতো আপনারা জানেনই।
কিছু একটা ঘটেছিল সেদিন একথা ঠিক। কিন্তু পরবর্তীতে যেভাবে এর সাথে মাল মসলা যোগ করা হল--- তা এক কথায় দুঃখজনক। আমাদের নতুন ক্যম্পাসটা মোটামুটি বিশাল। ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী সংখ্যা ১২ থেকে ১৪ হাজার ( প্রায়)। তাই ক্যম্পসটা সমসময় জমজমাট থাকে। এরকম একটি পরিবেশে কি করে একজন মেয়েকে রেইপ করা সম্ভব। যদি
এমন ঘটতো তাহলে মেয়ে আবশ্যই আত্নরক্ষার জন্য চিৎকার করত, আর সবই এসে পোলাগুলারে গনধোলাই দিত। ঘটনাটা যদি সন্ধাবেলাও হয়ে থাকে তবুও সম্ভব না। কারণ প্রতিটি ফ্লোরে আছে ১০-১২ জন ক্লিনার (মামা) একজন সুপারভাইজার।
আমি স্বীকার করি নর্থ সাউথ ইউনিভার্সিটির অনেক ছেলে মেয়ে ড্রেসাপের ক্ষেত্রে অনেকটা অশালীন। অনেক মেয়ের ড্রেসাপ আবেদনময়ী। কিন্তু এখন পর্যন্ত এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি যে, কোন মেয়েকে টয়লেটে বা লাইব্রেরীতে গং রেইপ করা সম্ভব। আর যারা এ কাজ করতে যাবে তারা অবশ্যই অনেক ধনী পরিবারের সন্তান। তারা ইচ্ছা করলে কোন সেইফ জায়গায় এই ক্রিয়া সম্পন্ন করতে পারত। ইউনিভার্সিটির টয়লেটে যাবে কেন?
জাতি হিসেবে আমরা কতটা গুজুগে, তা বলার অপেক্ষা রাখেনা।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






