ব্লগে আমার একটা সমস্যা হয়েছে।
সমস্যাটা হচ্ছে, কোন একটা ছবি মুছতে গিয়ে
ছবি যুক্ত করার যায়গায় আপলোডকৃত ছবির ওখানে গিয়ে আনব্লগ বা কিছু একটা করেছি
এর পর আমার কম্পিউটারে আর কোন ছবি দেখা যাচ্ছে না।
এমনকি ব্লগার তালিকার ছবিও দেখা যাচ্ছে না।
আর আমার প্রকাশিত ব্লগের ছবিরতো দেখা নাই।
তবে অন্য কম্পিউটারে সাভাবিক ভাবেই সাব দেখা যায়। সেখানে কোন সমস্যা হয় না।
যত সমস্যা আমার কম্পিউটারে
এর যদি কোন প্রতিকার কারো জানা থাকে তবে দয়া করে সমস্যার সমাধান করার উপায় বলে দিন।
তবে অবস্যই সহজ উপায়ে করা যায়কি না তা বিবেচনায় রাখবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


