আমি একটা ভালবাসার গল্পের জন্য অপেক্ষা করছি-
বহুদিন ধরে।
গল্পটা আসবে বলে নিজেকে পরিপাটি করে সাজিয়ে রেখেছি
একটা নীল শাড়ি জড়িয়েছি গায়,
চোখ সাজিয়েছি রাতের কালো দিয়ে
কপালে এঁকেছি রূপালি চাঁদ
তবু গল্পটা ধরা দেয় নি;
এত রূপেও ভোলে না ভালবাসা!
আমি একটা ভালবাসার গল্পের জন্য অপেক্ষা করছি-
সে অনেক দিন!
আমার ঘরটাকে টিপটপ সাজিয়ে রেখেছি
বিছানায় পেতেছি ধোয়া ফুলতোলা চাদর,
নতুন টেবিল ক্লথের ওপর ফুলদানিতে তাজা ফুল
রজনীগন্ধা, গোলাপ, গন্ধরাজ-
সেই সুবাসে পুরো ঘর মৌ মৌ;
তবু গল্পটা দরজার মুখে উঁকি দিয়ে দেখে নি
এত আয়োজনেও বিরাগ ভালবাসার!
একটা ভালবাসার গল্পকে মনের মত করে সাজাতে চেয়েছি
পাত্র-পাত্রীকে নিজ হাতে গড়ে তুলেছি
একান্ত আবেগগুলো উপুড় করে ঢেলে দিয়েছি;
তবু পূর্ণতা আসে নি।
সব ছিল শুধু ভালবাসার অনুভূতিটুকু ছিল না-
তাই ভালবাসার গল্পটা লেখা হয়ে ওঠে নি!
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯