মিথ্যার প্রতাপ আজ বেড়ে গেছে অতি
নাগাল পায়না সত্য দুর্দম সে গতি ;
অশুভ শক্তিমত্তায় সে করে নির্ভর
সত্যরে করতে ধ্বংস সদা তত্পর।
মিথ্যা বিভেদ করে ভেবে আপন পর
সত্য কাছেই টেনে যায় জীবন ভর ।
অহং ঈর্ষা জাগায় অনুসারীর মনে
সত্য বলে কি লাভ ভাই বিধ্বংসী রণে ?
সত্য সদা অমূল্য সবাই দেয় দর
মিথ্যা ভাবে শুধু কেন পায়না আদর !
সত্য বলে ভালবাসো তাতে পাবে সুখ
মিথ্যা শেখায় ঘৃনা , ভরাতে নিজ বুক ।
মিথ্যা আগুনে জ্বলে নিজেই হয় শেষ
সত্য ব্যর্থ , মিথ্যাকে বাঁচাতে অবশেষ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



