ইহা একখান মাথা নস্ট করা পোস্ট ,ব্লগারদের কাছে প্রশ্ন আপনারা অনেক রিসার্চ করেন অনেক কপি পেস্ট করেন এইবার একটু পরিক্ষা দেন দেখি, অনেক দিন পরিক্ষা দেই নাই তাই আগে প্রশ্ন গুলো তৈরি করে নিজেই পরিক্ষা দিসি এইবার আপনারা যারা দিতে চান লাইনে দাড়ান।
(পুর্নমান ১০০ প্রতি প্রশ্ন ২০*৫= ১০০)
১ নং প্রশ্ন:
এই আইডি টা কার?তাহার ব্লগের পরিসংখানটা দেইখা খুশি হয়া গেলাম? বর্তমান পরিসংখান আরেকটু আপডেট হতে পারে।
পোস্ট করেছেন: ৩০টি
মন্তব্য করেছেন: ১৭১০৯টি
মন্তব্য পেয়েছেন: ৮২৫৬টি
ব্লগ লিখেছেন: ৮ মাস ২ দিন
ব্লগটি মোট ১০৫৫৫১ বার দেখা হয়েছে
২নং প্রশ্ন: বাংলাদেশে কয়জন বীর শ্রেস্ঠ এবং বীর উত্তম?
৩নং প্রশ্ন: বাংলাদেশের বিজয় দিবস স্বাধীনতা দিবস কবে এবং ২১ ফেব্রযারী কি দিবস?
৪নং প্রশ্ন: ৫ জন খ্যতনামা রাজাকারের নাম বলুন
৫নং প্রশ্ন: আপনি কেন ব্লগিং করেন উদাহরন সহ বর্ননা দিন?
বোনাস প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ?
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




