নিরস কল্পনাও হার মেনে যায় অনায়াসে
বার বার প্রশ্নের অবতারনা হয় বিবেকের কাছে
স্বদেশের প্রতি স্বার্থপর ভালবাসার নগ্ন নজীর
শুকরের পৃষ্ঠে সওয়ার তাবৎ ভিনদেশী উজীর।
বুকের ভেতর কষ্ট আর্তনাদ চাপিয়ে
অন্তযন্ত্রনার দহনে অশ্রু শুকিয়ে
মাথার দুপাশে জমাট বাধা সে ব্যাথা
সান্ত্বনার সব বানীই পরিনত শোকগাথা।
সাক্ষ্য দিচ্ছি সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে
আমার হৃদরোগের জন্য তারাই দায়ী
যারা তিতাসের বুকে বাধ নয়
আমার বুকে কাচি চালিয়ে করেছে দ্বিখন্ডিত।।
নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম
কলুষিত আত্মত্যাগ ব্যর্থ অমানবিক শ্রম
নিজেকে ধিক্কার দিতেও বোধ হয় লজ্জা
পচন ধরত জাতির বিবেকের অস্থিমজ্জা।
আমার অক্ষমতার সুযোগ নিয়েছে যারা
ইতিহাস ঘৃন্য মনুষ্যত্বহীন কাপুরুষ তারা
ক্ষোভের আগুনে তীব্র অন্তর্জালা
নিজের মতই অসহায় দেশের মৃত্তিকা নদী নালা।
কসম করে বলছি সেই সত্ত্বার
আমার মস্তিষ্ক সমস্যার জন্য তারাই দায়ী
যারা তিতাসের কোমর নয়
আমার মাথা থেকে ধড়কেই করেছে বিচ্ছিন্ন।।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




